★অবহিতকরণ বিজ্ঞপ্তি★
- আপডেট সময় : ১০:০২:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৬ অগাস্ট ২০২৩ ১১২ বার পড়া হয়েছে
★গোয়ালন্দ উপজেলা হাসপাতালেই রয়েছে সাপেকাটা রোগীর চিকিৎসায় ব্যাবহৃত এন্টিভেনম ইনজেকশন।
★সকলের প্রতি অনুরোধ, যদি কাউকে সাপ কামড়ায় তবে তাকে অনতিবিলম্বে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসুন ।
★গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টিভেনম (সাপের বিষের প্রতিষেধক) রয়েছে। যদি কর্তব্যরত ডাক্তার বিষাক্ত সাপের কামড় মনে করেন, তাহলে তাকে অ্যান্টি ভেনম দিবেন। রোগীর যদি উচ্চতর হাসপাতালে রেফার করার প্রয়োজন হয় তবে রেফার করবেন।
★সকল সাপে কাটা রুগীর অ্যান্টিভেনম লাগে না।তবে সকল রুগীকে অন্তত ২৪ ঘণ্টা চিকিৎসকদের তত্ত্বাবধানে হাসপাতালে ভর্তি থাকতে হবে ।
★ অবশ্যই কোনো ওঝা বা হাতুড়ে চিকিৎসকের নিকট না নিয়ে যতদ্রুত সম্ভব গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার জন্য অনুরোধ করা হল।
★বাড়ির আশেপাশের ঝোপঝাড় এবং ডোবা নিয়মিত পরিস্কার রাখার প্রতি সকলের সচেতনতা বৃদ্ধি বর্তমান সময়ে একান্ত কাম্য।
★কোনো কোনো সাপে কাটা রুগীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে জেলা পর্যায়ের হাসপাতালে বা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা লাগতে পারে। সেই ক্ষেত্রে কর্তব্যরত চিকিৎসক সিদ্ধান্ত নিবেন।
সকলের সহযোগিতা কামনা করছি
ডা. ফারসিম তারান্নুম হক
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
গোয়ালন্দ , রাজবাড়ী।