চুরি হওয়া ৩৫টি মোবাইল প্রকৃত মালিককে ফেরত দিল রাজবাড়ী জেলা পুলিশ
- আপডেট সময় : ০৮:৫৩:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২৮ অগাস্ট ২০২৩ ১১৩ বার পড়া হয়েছে
রাজবাড়ীর বিভিন্ন থানা এলাকা থেকে বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া মোবাইলের জিডির সূত্র ধরে গত কয়েকদিনে ৩৫ টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে রাজবাড়ী জেলা পুলিশ।
রবিবার (২৭ আগস্ট) দুপুর দেরটার দিকে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ তথ্য জানান এবং ওই মোবাইল ফোনগুলো হস্তান্তর করেন পুলিশ সুপার জি.এম. আবুল কালাম আজাদ।
প্রেস ব্রিফিংয়ে তিনি জানান, এটি আমাদের নিয়মিত কার্যক্রম এর একটি অংশ। তারপরও আমি আমাদের সাফল্যের গল্প সবসময় আপনাদের সাথে শেয়ার করতে চাই যাতে মানুষ জানতে পারে যে আমরা এই বিষয়গুলি নিয়ে কাজ করি। তারই ধারাবাহিকতায় আজ ৩৫ টি মোবাইল উদ্ধার করেছি। আমরা এ ধরনের আরও অনেক মোবাইল উদ্ধার করে থানা থেকেই প্রকৃত মালিককে দিয়ে দিয়েছি। কিন্তু এই মোবাইলগুলো জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেলের মাধ্যমে উদ্ধার করে আজকে হস্তান্তর করছি। এছাড়াও এরআগে আমরা বিকাশে ভুলে চলে যাওয়া টাকা উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে বুঝিয়ে দিয়েছি। আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে। রাজবাড়ী জেলা বাসীর কাছে আমাদের নিবেদ থাকবে যে, আপনাদের ফোন হারিয়ে গেলে নিকটস্থ থানায় গিয়ে আইনগত সহায়তা নিতে জিডি করবেন এবং আমাদেরকে অবহিত করবেন। আমরা আপনাদের এই বিষয়গুলোকে ভিশনভাবে সহয়তা করবো।
মোবাইল ফোন ফেরত পেয়ে মো. কোবাদ হোসেন বলেন, আমার মোবাইল ফোনটি আমার চেম্বার থেকে হারিয়ে যায়, খোঁজাখুঁজি করে না পেয়ে থানায় একটি জিডি করি। ভেবেছিলাম ফোনটি আর পাবো না কিন্তু গতকাল আমাকে এসপি অফিস থেকে ফোন দিয়ে জানানো হয় আপনার ফোনটি পাওয়া গেছে। আজ এই মাত্র ফোনটি হাতে পেলাম খুবই ভালো লাগছে। খুবই ভালো লাগছে পুলিশের এধরনের ভালো কাজ দেখে। কৃতজ্ঞতা জানাই বাংলাদেশ পুলিশকে।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. সালাহউদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) রেজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (সদও সার্কেল) মো. ইফতেখারুজ্জামান, সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহাসহ জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।