সংবাদ শিরোনাম ::
সংবাদ শিরোনাম ::
রাজবাড়ীতে নিয়মিত মামলা ও ওয়ারেন্টভূক্ত ১৮ আসামী গ্রেফতার
কামাল হোসেন, রাজবাড়ী
- আপডেট সময় : ১০:০৪:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২৮ অগাস্ট ২০২৩ ১৫২ বার পড়া হয়েছে
নিয়মিত মামলা ও ওয়ারেন্টভূক্ত ১৮ জন আসামী গ্রেফতার করেছে রাজবাড়ী সদর থানা পুলিশ।
রবিবার (২৭ আগস্ট) দুপুরে ওই আসামীদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে। এরআগে সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেনের নেতৃত্বে অফিসার ফোর্স জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলো, রাজবাড়ী সদর উপজেলার আলাদিপুর মধ্যপাড়া গ্রামের মৃত গোলাপ হোসেনের ছেলে আব্দুল করিম মোল্লা। মৃত হাকের আলী সরদারের ছেলে মো. নুর ইসলাম সরদার, মৃত হাতেম আলী শেখের ছেলে মো. নাজির হোসেন শেখ, মৃত জটাই মোল্লা ওরফে হোসেন মোল্লার ছেলে মো. কাদের মোল্লা, মৃত জমারত শেখের ছেলে মো. কামাল শেখ, আব্দুল হাকিম শেখের ছেলে মো. আলমগীর হোসেন, মৃত মান্নান বেপারীর ছেলে মো. খলিল বেপারী, খানখানাপুর মল্লিক পাড়ার হারুন অর রশিদের ছেলে আব্দুল্লাহ আল নোমান ওরফে সেতু, বিনোদপুর এলাকার বাবু মল্লিকের ছেলে অপু মল্লিক, আলাদিপুর এলাকার মো. বাদশা শেখের ছেলে মো.রাসেল শেখ, হাজী সুপার মার্কেটের ১৭ নং দোকান হ্যালো মোবাইলের প্রো. রোবেল হোসেন, বিচিত্রা গ্রামের মৃত জয়নাল আবেদীন মোল্লার ছেলে মো. শাজাহান মোল্লা, লক্ষীনারায়নপুর এলাকার মৃত আবুলের ছেলে মো.আলমগীর, বড় লক্ষীপুর চৌরাস্তা এলাকার মো.আনোয়ার সরদারের ছেলে মো. রুহুল সরদার, গঙ্গাপ্রসাদপুর এলাকার মো.কাশেম কাজীর ছেলে মো.মুরাদ কাজী, উত্তর ভবানীপুর ডাইস ফ্যাক্টরী এলাকার কালাম সরদারের ছেলে মো.শাহীন সরদার, চর নারায়নপুর এলাকার মৃত শহিদুল ইসলামের ছেলে মো.রাজীব মন্ডল এবং উত্তর ভবানীপুর ডাইস ফ্যাক্টরী এলাকার হৃদয় সরকারের ছেলে শ্রী নয়ন সরকার।
এ প্রসঙ্গে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন জানান, জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নিয়মিত মামলা ও ওয়ারেন্টভূক্ত ওই ১৮ জনকে গ্রেফতার করে রবিবার আদালতে প্রেরণ করা হয়েছে।