গোয়ালন্দে খুলনাগামী নকশিকাঁথা ট্রেনের বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বিচ্ছিন্ন
- আপডেট সময় : ০৫:১২:৩১ অপরাহ্ন, সোমবার, ২৮ অগাস্ট ২০২৩ ৬৬ বার পড়া হয়েছে
রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট-খুলনা রুটের খুলনাগামী নকশিকাঁথা মেইল ট্রেন দৌলতদিয়ার ফকিরপাড়া এলাকায় একটি বগি লাইনচ্যুত হয়ে সাময়িক ভাবে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
সোমবার (২৮ আগস্ট) দুপুর দেড়টার দিকে ওই ট্রেনের বগি লাইনচ্যুত হয়। এতে করে গোয়ালন্দ ঘাট স্টেশনের সাথে রাজবাড়ীর ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তবে এ ঘটনা কোন হতাহত হয় নাই।
এদিকে ঘটনার পর দূর্ঘটনা কবলিত ট্রেনটির ইঞ্জিন সহ সমানে থাকা দুইটি বগি নিয়ে রাজবাড়ী রেলওয়ে স্টেশনে এসে অবস্থান করছে। এবং ঘটনাস্থলে রয়েছে দূর্ঘটনা কবলিত ট্রেনের তিনটি বগির উদ্ধার কার্যক্রম শেষ হলে ওই বগিসহ সম্পূর্ণ ট্রেনটি রাজবাড়ী রেলস্টেশন হতে খুলনার উদ্দেশ্যে ছেড়ে যাবে। এদিকে ঘটনার পরেই রিলিভ ট্রেন গিয়ে লাইনচ্যুত ট্রেন উদ্ধারে কাজ শুরু করেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধার অভিযান চলছে।
অপরদিকে পোড়াদাহ থেকে ছেড়ে আসা গোয়ালন্দ ঘাটগামী সাটল ট্রেনটি পাঁচুরিয়া স্টেশনে গিয়ে আটকে রয়েছে। কর্তৃৃপক্ষের নির্দেশনা পেলে ওই স্থান থেকেই ট্রেনটি পুনরায় পোড়াদাহের উদ্দেশ্যে ছেড়ে যাবে। বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ী রেলওয়ে স্টেশন মাস্টার তন্ময় কুমার।