দৌলতদিয়া মডেল হাইস্কুলে মেধাবী ও সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের বৃত্তি প্রদান
- আপডেট সময় : ০৭:৪০:০৪ অপরাহ্ন, সোমবার, ২৮ অগাস্ট ২০২৩ ১৫৬ বার পড়া হয়েছে
গোয়ালন্দের দৌলতদিয়া মডেল হাইস্কুলে সোমবার দুপুরে মেধাবী ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়েছে।
এ দিন সরকারী অর্থায়নে ১৫ জনকে ৫ হাজার, সেতারা বানু বৃত্তি ফান্ড হতে ৫ জনকে ২ হাজার এবং একটি বিশেষ তহবিল হতে ৪ জনকে ৩ হাজার টাকা করে প্রদান করা হয়। এর মধ্যে শেষের ৪ জন বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী যারা বিভিন্ন বিশ্ব বিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন।
এ উপলক্ষে বিদ্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ সহিদুল ইসলাম। এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার তাহমিনা বেগম, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মেহেদী আবু হাসান, ম্যানেজিং কমিটির সদস্য আমজাদ হোসেন, সাইফুল ইসলাম লিটন, শিক্ষক প্রতিনিধি আবুল কাশেম,শামীম শেখ, অভিভাবক প্রতিনিধি আব্দুল লতিফ, মনির হোসেন, চম্পা বেগম, অন্যান্য শিক্ষক ও অভিভাবকবৃন্দ।