রাজবাড়ীতে ডাব ব্যবসায়ীসহ চারজনকে জরিমানা
- আপডেট সময় : ০৯:৪৩:০২ পূর্বাহ্ন, বুধবার, ৩০ অগাস্ট ২০২৩ ১০৬ বার পড়া হয়েছে
রাজবাড়ীতে অভিযান চালিয়ে ডাব ব্যবসায়ীসহ চারজনকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় পণ্যের মূল্য তালিকা যথাযথভাবে প্রদর্শন না করার অপরাধে রাজবাড়ী সদর হাসপাতাল গেইটের আজগর ডাব ভান্ডারকে দুইশত টাকা, রুবেল ডাব ভান্ডারকে দুই হাজার টাকা, খোকন ফল ভান্ডারকে দুই হাজার টাকা, সোলায়মান স্টোরকে পাঁচশত টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২৯ আগস্ট) সকালে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান রাজবাড়ী সদর উপজেলার বিভিন্ন বাজারে তদারকি কার্যক্রম পরিচালনা করেন।
তদারকি কার্যক্রম পরিচালনাকালে সদর উপজেলার বড় বাজার প্রধান সড়ক, হাসপাতাল গেইট ও পুলিশ লাইন্স নতুন বাজার এলাকায় ডাব ও বিভিন্ন প্রকার ফলের পাইকারী ও খুচরা বিক্রয় প্রতিষ্ঠানে তদারকি কার্যক্রম পরিচালনা করেন।
এ প্রসঙ্গে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান বলেন, বাজার তদারকি কার্যক্রম পরিচালনাকালে নির্ধারিত নিত্য পণ্যের মূল্য যথাযথভাবে বিক্রয় সঠিকতা যাচাইসহ ব্যবসায়ীদের মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন ও প্রতিদিন হালনাগাদকরণ, ক্রয় রশিদ সংরক্ষণ এবং ন্যায্য মূল্যে পণ্যসামগ্রী বিক্রয় করার নির্দেশনা প্রদান করা হয় এবং নিষিদ্ধ পণ্যের বিক্রয়রোধ, মেয়াদ উত্তীর্ণ পণ্য এবং অননুমোদিত ও অবৈধ পণ্য বিক্রয় না করার বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সতর্ক করা হয়।
এ তদারকি কার্যক্রম পরিচালনাকালে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৮, ৪০ ও ৪৫ ধারার লঙ্ঘনজনিত বিভিন্ন অপরাধে চারটি প্রতিষ্ঠানকে প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা আরোপ ও আদায় করা হয়।