রাজবাড়ীতে বিশাল আকৃতির গাঁজার গাছ উদ্ধার
- আপডেট সময় : ০৭:৫৭:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অগাস্ট ২০২৩ ১২২ বার পড়া হয়েছে
রাজবাড়ী শহরের সজ্জনকান্দা এলাকা থেকে ১২ ফুট লম্বা ৬ কেজি ওজনের একটি বিশাল আকৃতির গাঁজার গাছ উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) রাজবাড়ী।
বুধবার (৩০ আগস্ট) দুপুর ১ টার দিকে রাজবাড়ী সদর থানার সজ্জনকান্দা পাকা রাস্তার পশ্চিম পার্শ্বে পরিত্যক্ত ঝোপ-ঝাড়ের ভিতরে অভিযান চালিয়ে এ গাঁজার গাছ উদ্ধার করা হয়।
এ প্রসঙ্গে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) রাজবাড়ীর ওসি মো. মনিরুজ্জামান খান বলেন, ডিবির এসআই মোজাম্মেল হক, এসআই মিলন চন্দ্র দেবনাথ, এএসআই কাশেম, এএসআই রাজিব, এএসআই মফিজজুল সঙ্গীয় ফোর্সসহ রাজবাড়ী সদর থানার সজ্জনকান্দা গ্রামের মো. মনিরুজ্জামান খানের বাড়ীর সামনে সজ্জনকান্দা পাকা রাস্তার পশ্চিম পার্শ্বে পরিত্যক্ত ঝোপ-ঝাড়ের ভিতরে থেকে ১২ ফিট লম্বা ৬ কেজি ওজনের একটি গাঁজার গাছ উদ্ধার করে। এসময় উৎসুক স্থানীয় জনতার সামনে গাঁজার গাছটি দা দিয়ে গোড়া থেকে কেটে ভূমি থেকে বিচ্ছিন্ন করে ছোট ছোট করে কেঁটে একটি প্লাস্টিকের বাজারের ব্যাগে ভরে ওজন দিয়ে দেখা যায় কাঁচা অবস্থায় এর ওজন ৬ কেজি। কোন অবৈধ মাদক ব্যবসায়ী অথবা সেবনকারী এ গাঁজার গাছটি রোপন করেছে কিনা যাচাই করার স্বার্থে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।