রাজবাড়ীতে মাদক নির্মূলে আইনশৃঙ্খলা সংক্রান্ত আলোচনা সভা
- আপডেট সময় : ০৮:১২:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অগাস্ট ২০২৩ ১৩৪ বার পড়া হয়েছে
রাজবাড়ীতে মাদক নির্মূলে আইনশৃঙ্খলা সংক্রান্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ আগস্ট) সন্ধ্যায় সদর উপজেলার খানখানাপুর ইউনিয়ন আওয়ামীলীগ ও এলাকাবাসীর ব্যানারে জেলা আইন শৃঙ্খলা বাহিনীর সাথে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইফতেখারুজ্জামান।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আমীর আলী মোল্লা’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ মো. ফরহাদ নান্নুর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ শাহাদাত হোসেন, গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার, জেলা যুব লীগের সভাপতি মো. শওকত হাসান, মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর পরিচালক মো. সেলিম মুন্সী, খানখানাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএনপি নেতা এ কে এম ইকবাল হোসেনসহ এলাকার যুব সমাজ ও সচেতন মহলের প্রতিনিধিবৃন্দরা।
এসময় এলাকাবাসীর পক্ষে মো. এনামুল হক তার বক্তব্যে বলেন, মাদক কারবারি কারা তা আমরা অধিকাংশ মানুষই জানি। শুধু আমাদের জীবনের নিরাপত্তার কথা ভেবে কেউই মুখ খুলছিনা। আমরা যদি সবাই এটা ভেবে বসে থাকি তাহলে এক সময় আমাদের এলাকার প্রতিটা পরিবারেই মাদকের ভয়াবহতা ছড়িয়ে পড়বে। আমাদের সন্তানদেরকে মাদকের হাত থেকে বাঁচাতে এখন থেকেই সবাইকে সচেতন হতে হবে। অতিরিক্ত পুলিশ সুপারের কাছে বিনয়ের সাথে এলাকাকে মাদকের ভয়াবহতার হাত থেকে রক্ষায় পাওয়ার অনুরোধ জানান তিনি।
এ ছাড়াও মোস্তফা মেটাল ইন্ডাসট্রিজ লিমিটেড এর পরিচালক তার বক্তব্যে বলেন, এই এলাকাটি রাজবাড়ী সদর ও গোয়ালন্দ উপজেলার বর্ডার এলাকা হওয়ায় মাদকের ভয়াবহতা অন্যান্য এলাকার থেকে কিছুটা বেশি। তিনি আইনশৃঙ্খলা বাহিনীর কাছে এই এলাকাকে মাদকের ভয়াবহতা থেকে বাঁচানোর জন্য দাবি করেন।
সকলকে আস্বস্ত করে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইফতেখারুজ্জামান বলেন, মাদকের ব্যপারে পুলিশ সবসময় সক্রিয় ভুমিকা পালন করে আসছে। আশা করি আপনাদের সহযোগিতা পেলে এই এলাকাকে শতভাগ মাদক মুক্ত করা সম্ভব হবে। কারো কাছে মাদক আছে বা বিক্রি করছে এটা জানতে পারলে সরাসরি আমাকে বা আমার অফিসারদের ফোন করবেন। সব শেষে সবাইকে তার মোবাইল নম্বর দিয়ে দেন।