রাজবাড়ীতে ফেন্সিডিল ও মদসহ প্রাইভেটকার জব্দ, দুই সতিনসহ আটক-৪
- আপডেট সময় : ১১:৫৩:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১ সেপ্টেম্বর ২০২৩ ১৬০ বার পড়া হয়েছে
রাজবাড়ীতে বিপুল পরিমাণ ফেন্সিডিল ও মদসহ একটি প্রাইভেটকার জব্দ করেছে আহলাদিপুর হাইওয়ে থানা পুলিশ। এসময় প্রাইভেটকারে থাকা ৪ ব্যক্তিকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (৩১ আগস্ট) ভোরে সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের ছোট ব্রীজ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
আটককৃতরা হলো, ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার গুনা গ্রামের মৃত সাত্তারের স্ত্রী নুর নাহার, ঢাকার আশুলিয়ার জামগরা এলাকার দোকানদার রোকনের স্ত্রী সাথী, আশুলিয়ার জামগরা এলাকার ফারুকের বাড়ীর ভারাটিয়া রোকনের স্ত্রী দেলোয়ারা ও প্রাইভেটকারের চালক শেরপুরের নকলা এলাকার গিয়াস উদ্দিনের ছেলে আজিজ হেসেন।
রাজবাড়ীর আহলাদিপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, হাইওয়ে পুলিশ সড়কে নিরাপত্তার পাশাপাশি মাদকদ্রব্য জব্দের কাজও করে যাচ্ছে। তারই অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি প্রাইভেটকারসহ তিন নারী ও একজন পুরুষ মাদক কারবারীকে গ্রেপ্তার করা হয়েছে।
এ সময় তাদের প্রাইভেটকারে থাকা ১৭৫ বোতল ফেন্সিডিল ও ২ বোতল মদ জব্দ করা হয়েছে। এ ব্যাপারে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।