বিদ্যালয়ে মল ছিটিয়ে শিক্ষার্থীদের নামে অশ্লীল মন্তব্য
- আপডেট সময় : ১১:৫৭:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১ সেপ্টেম্বর ২০২৩ ৭৩ বার পড়া হয়েছে
রাজবাড়ীর বালিয়াকান্দির শালমারা-নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয়ে মল ছিটিয়ে দেয়ালে শিক্ষার্থীদের নামে রং দিয়ে অশ্লীল মন্তব্য লিখে রেখেছে দুবৃত্তরা। বৃহস্পতিবার (৩১ আগস্ট) সকালে বিদ্যালয়ে গিয়ে এ অবস্থা দেখা যায়।
শিক্ষার্থীরা জানান, এ ঘটনার সাথে স্কুলের কোন ছাত্র জড়িত থাকতে পারে। এ ধরণের ন্যাক্কারজনক ঘটনার সুষ্টু তদন্ত পূর্বক দোষীকে সনাক্ত করে বিচার দাবী করছি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. রুহুল আমিন বলেন, স্কুলের নাইটগার্ড না থাকায় টিউবয়েলসহ অন্যান্য মালামাল চুরি হয়। নিয়োগ প্রক্রিয়া করতে চাইলেও কিছু বাধার কারণে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব হচ্ছে না। বুধবার রাতের যে কোন সময়ে দুবৃত্তরা বিদ্যালয়ের প্রতিটি রুমের তালা ও বারান্দায় মল ছিটিয়েছে। এছাড়াও কয়েক শিক্ষার্থীদের নামেও অশ্লীল কথাবার্তা লিখেছে তারা।
বিদ্যালয়ের সভাপতি মীর আক্তারুজ্জামান বলেন, স্কুলে নাইটগার্ড না থাকায় নিয়োগ প্রক্রিয়া করার জন্য বললেও তা সম্ভব হচ্ছে না। নাইটগার্ড না থাকায় ইতিপূর্বে চুরিও হয়েছে। বুধবার রাতে বিদ্যালয়ের কক্ষের তালা ও বারান্দায় মল ছিটানো সহ বিভিন্ন শিক্ষার্থীদের নামে অশ্লীল কথাবার্তা লিখে রেখেছে। বিষয়টি উপজেলা শিক্ষা অফিসার, উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা চেয়ারম্যানকে মৌখিক ভাবে অবগত করা হয়েছে। থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।
এ প্রসঙ্গে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার পারমিস সুলতানা বলেন, আমাকে মৌখিক ভাবে অবগত করেছে। বিষয়টি নিয়ে থানায় অভিযোগ দায়ের করতে পরামর্শ দিয়েছি।