সংবাদ শিরোনাম ::
সংবাদ শিরোনাম ::
রাজবাড়ীতে পুলিশ বিএনপির সংঘর্ষ
পদ্মা বুলেটিন ডেস্ক
- আপডেট সময় : ০৯:৪৯:৪৫ অপরাহ্ন, শনিবার, ২ সেপ্টেম্বর ২০২৩ ৭৩ বার পড়া হয়েছে
রাজবাড়ীতে পুলিশ আর বিএনপি কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে শোভাযাত্রা থেকে এ সংঘর্ষের শুরু হয়।
শনিবার দুপুরে রাজবাড়ী জেলা বিএনপির একাংশের নেতা সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ামের বাস ভবন থেকে একটি শোভাযাত্রা বের হয়। বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে জেলার বিভিন্ন উপজেলা থেকে বিএনপিসহ, ছাত্রদল, যুবদল, কৃষক দল মিছিল নিয়ে শোভাযাত্রায় যোগ দেয়।
শোভাযাত্রাটি রাজবাড়ী শহরের প্রধান সড়কের পান্না চত্ত্বর গিয়ে আবার ফিরে আসে। শোভাযাত্রাটি ফিরে আসার সময় শিল্পকলা মোড় এলাকায় শোভাযাত্রার পেছনে দিকে পুলিশের সাথে সংঘর্ষে জরিয়ে পরে বিএনপির নেতা কর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাদানো গ্যাস ও গুলি ছোড়ে। সংঘর্ষে ২০ জন বিএনপি নেতা কর্মী ও তিন জন পুলিশ সদস্য আহত হয়েছে এমন দাবি করছে দুই পক্ষ। এছাড়া পুলিশের উপর হামলার অভিযোগে ১৫ জনের মত বিএনপি কর্মীকে আটক করেছে পুলিশ।
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সালাউদ্দিন বলেন, বিএনপি কর্মীরা বিনা উস্কানিতে মিছিলের পেছন থেকে পুলিশ উপর হামলা করে। পুলিশ যেটি করেছে সেটি পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য করেছে।
জেলা বিএনপির নেতা সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম বলেন, পুলিশ বিনা কারনে এ হামলা করে আমাদের গণতান্ত্রিক অধিকার খর্ব করেছে। ২০ জনের বেশি নেতাকর্মী আহত হয়েছে।