বাগেরহাটের মোংলায় কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দূর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। গত ১ থেকে ২ সেপ্টেম্বর উপজেলার মিঠাখালী ইউনিয়নে অবস্থিত স্কুলটি বন্ধ থাকার সুযোগে এই চুরির ঘটনা ঘটে। এ ব্যাপারে মোংলা থানায় মামলা করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিজাউল করিম।
মামলার বরাত দিয়ে কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম জানান, সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার বন্ধ থাকার সুযোগে একটি সঙ্ঘবদ্ধ দল মিঠাখালী ইউনিয়নের ১ নং ওয়ার্ডস্থ ওই স্কুলের গ্রীল কেটে ভেতরে প্রবেশ করে। এ সময় চোরেরা বিদ্যালয়ের দুটি কক্ষে থাকা আটটি সিলিং ফ্যান, অফিস কক্ষে থাকা একটি ল্যাপটপ, একটি সাউন্ড বক্স ও একটি পানির পাম্প নিয়ে যায়। যার মূল্য প্রায় এক লক্ষ টাকা। তিনি আরো জানান, বিদ্যালয়ে এ রকম চুরির ঘটনা আগে কখনো ঘটেনি। বিষয়টি খুবই উদ্বেগজনক। এ ঘটনায় বিদ্যালয়ের পক্ষ থেকে রবিবার রাতে আমরা মোংলা থানায় একটি অভিযোগ দায়ের করেছি।
এ ঘটনায় অজ্ঞাত আসামি করে প্রধান শিক্ষক মামলা করেছেন জানিয়ে মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুদ্দীন বলেন, ঘটনাটি আমরা গুরত্বের সাথে গ্রহন করেছি। এ বিষয়ে তদন্ত চলছে। অপরাধীদের ধরতে অভিযান অব্যাহত আছে। একই সাথে চুরি হওয়া মালামালও উদ্ধারের চেষ্টা চলছে।