এক কাপ চা অসহায়ের সহায়
- আপডেট সময় : ১২:০৮:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৮ সেপ্টেম্বর ২০২৩ ৯৩ বার পড়া হয়েছে
প্রতিদিনের এক কাপ চায়ের সমমূল্যের টাকা জমিয়ে অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর লক্ষ্যে সৃষ্টি স্বেচ্ছাসেবী সংগঠন “এক কাপ চা”।
ওই এক কাপ চা সংগঠনের সদস্যদের এক কাপ চায়ের সমমূল্যে টাকা জমিয়েই বৃহস্পতিবার ( ০৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় এক শারীরিক প্রতিবন্ধীকে একটি স্ক্র্যাচ ও অসহায় ৬ পরিবারকে উপহার হিসাবে দেয়া হয় পুরো এক মাসের খাদ্য সহায়তাসহ নগদ অর্থ।
এ সময় উপস্থিত ছিলেন এক কাপ চা সংগঠনের সদস্য, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাসুদুর রহমান, পাংশা প্রেসক্লাবের সভাপতি এস এম রাসেল কবির, ডা. মো. এনামুল হক, অগ্রণী ব্যাংক কালুখালী শাখার ব্যবস্থাপক এনামুল হক, পাংশা উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম, সমাজসেবক ইউনুস আলী বিশ্বাস, সৌদি প্রবাসী সিরাজুল ইসলাম জিয়া, মো. সোহেল রানা সহ এক কাপ চা পরিবারের অন্যান্য সদস্যরা।
এ প্রসঙ্গে পাংশা প্রেসক্লাবের সভাপতি, স্বেচ্ছাসেবী সংগঠন এক কাপ চায়ের সদস্য এস এম রাসেল কবির বলেন, আমরা সকলেই প্রতিদিন এক কাপ চা অন্তত খাই, সেই এক কাপ চায়ের সমমূল্যের টাকা জমিয়ে এমন অসাধারণ একটি মহতী কাজ, সত্যিই সাধুবাদ জানাতেই হয়। আসুন আমরা এই সংগঠনের সাথে যুক্ত হয়ে অসহায়ের সহায়তায় এগিয়ে আসি। আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।