ফরিদপুর-২ (নগরকান্দা-সালথা) আসনে জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক ও নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জামাল হোসেন মিয়া ব্যাপক গণসংযোগ শুরু করেছেন।
গত কয়েকদিন ধরে তিনি নগরকান্দা ও সালথা উপজেলার ১৭টি ইউনিয়নের প্রত্যন্ত এলাকায় গিয়ে বর্তমান সরকারের উন্নয়নমূলক প্রচারণা চালাচ্ছেন। পাশাপাশি নৌকা প্রতীকে ভোট দিতে ভোটারদের প্রতি আহ্বান জানাচ্ছেন তিনি।
প্রচারণার অংশ হিসেবে অ্যাডভোকেট জামাল হোসেন মিয়া নগরকান্দা ও সালথা উপজেলায় আওয়ামী লীগের প্রয়াত ২৭ নেতার কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করেন।
শুক্রবার সকালে অ্যাডভোকেট জামাল হোসেন মিয়ার তার বাবা তালমা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবু শহিদ মিয়ার কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে দ্বিতীয় দিনের মতো নির্বাচনী প্রচারণায় অংশ নেন।
এসময় ফরিদপুর-২ আসনের সাবেক এমপি আমিন উদ্দিন মাস্টার ও আওয়ামী লীগের প্রয়াত ২৭জন নেতার কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করেন তিনি।
পরে জামাল হোসেন মিয়া নেতাকর্মীদের সাথে নিয়ে সালথা ও নগরকান্দা উপজেলার প্রত্যন্ত গ্রামের হাট-বাজার মাদ্রাসা, আশ্রয়ন প্রকল্প ঘুরে শেখ হাসিনার উন্নয়ন চিত্র তুলে ধরেন। এসময় লিফলেট বিতরণের মাধ্যমে নৌকায় ভোট চান তিনি।
প্রচারণার অংশ হিসেবে বেশ কয়েকটি স্থানে জামাল হোসেন মিয়া পথসভায় অংশ নেন। এ সময় স্থানীয় নেতাকর্মীসহ বিপুলসংখ্যক ব্যক্তি জামাল হোসেন মিয়াকে আগামী নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী করতে স্লোগান দেন।
স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা জানান, জামাল হোসেন মিয়া আওয়ামী লীগের জন্য একজন নিবেদিত কর্মী। তিনি এলাকার মানুষের নানা উন্নয়নের জন্য কাজ করেছেন এবং অসহায় দরিদ্র মানুষের পাশে রয়েছেন।
আগামী সংসদ নির্বাচনে জামাল হোসেনকে নৌকা প্রতীক দিতে শেখ হাসিনার কাছে আর্জি জানান তারা।
নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক
অ্যাডভোকেট জামাল হোসেন মিয়া বলেন, ‘আওয়ামী লীগের পরিক্ষিত ত্যাগী প্রয়াত নেতাদের কবর জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণায় শুরু করেছি।
তিনি বলেন,এলাকার মানুষের সুখে দুঃখে সবসময় তাদের সাথে ছিলাম এবং আগামীতেও থাকব। এ এলাকায় আওয়ামী লীগকে সুসংগঠিত করতে প্রচুর কাজ করেছি। দলের দুঃসময়ে নেতাকর্মীদের জীবন বাজি রেখে আগলে রেখেছি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক পেলে বিপুল ভোটের মাধ্যমে বিজয়ী হবেন বলে আশা অ্যাডভোকেট জামাল হোসেন মিয়ার।
এ সময় তার সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মান্নান মোল্যা, নগরকান্দা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও শহীদনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. মিজানুর রহমান, নগরকান্দা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ, সালথা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আনোয়ার হোসেন, তালমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কামাল হোসেন, নগরকান্দা মহিলা আওয়ামী লীগের সভাপতি নাছিমা আক্তার, যুব মহিলা লীগের সভাপতি রিক্তা আক্তার ও সালথা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান লেবু মোল্যা, সালথা উপজেলা যুবলীগের অর্থ সম্পাদক আক্কাস মেম্বার প্রমুখ।