ফরিদপুরের সালথায় প্রাথমিকে উপজেলা পর্যায়ে শেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হলেন সালথা সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মুহাম্মদ জাহিদুর রহমান।
জাতীয় শিক্ষা পদক- ২০২৩ প্রদান উপলক্ষে সালথা উপজেলা পর্যায়ে বাছাই প্রতিযোগিতার চুড়ান্ত তালিকায় উপজেলা শিক্ষা অফিসার আতিকুর রহমান সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জাহিদুর রহমানকে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত করা হয়।
শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হবার বিষয়টি নিশ্চিত করে জাহিদুর রহমান বলেন, আমি আগেও তিনবার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হয়েছি। সবাই আমার জন্য দোয়া করবেন যেন অামার এই ধারাবাহীকতা বজায় রাখতে পারি।