রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় অবহেলিত নারী ও কন্যা শিশুদের উন্নয়নে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়।
সোমবার দুপুরে দৌলতদিয়া যৌনপল্লীর নারী ও শিশুদের উন্নয়নে কর্মরত বেসরকারী সংগঠন মুক্তি মহিলা সমিতি (এমএমএস) তাদের নিজস্ব কার্যালয়ে এ সভার আয়োজন করে।
এমএমএস’র আলো প্রোগ্রামের আওতায় মানুষের জন্য ফাউন্ডেশন(এমজেএফ) এবং গ্লোবাল এ্যাফের্য়াস কানাডার আর্থিক ও কারিগরি সহযোগিতায় এতে অংশ গ্রহন করে উপজেলা স্বাস্থ্য, মহিলা ও শিশু এবং সমাজসেবা দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
সভায় সভাপতিত্ত্ব করেন মুক্তি মহিলা সমিতির প্রোগ্রাম ডিরেক্টর আতাউর রহমান মন্জু।
বক্তব্য রাখেন গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.ফারসিম তারান্নুম হক, উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ রুহুল আমিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা বেগম, গেয়ালন্দ হাসপাতালের এমওডিসি ডা:মো. রুহুল আমিন প্রমূখ।
সভায় দৌলতদিয়া পূর্ব পাড়ার (যৌনপল্লী) নারীরাও অংশ নেন। ওয়াকশপ সঞ্চালন করেন আলো প্রোগ্রামের প্রোগ্রাম কো-অর্ডিনেটর আঁখি আক্তার।
মুক্তি মহিলা সমিতির প্রোগ্রাম ডিরেক্টর আতাউর রহমান মন্জু জানান, আলো প্রোগ্রামের আওতায় তারা যৌনপল্লী ও পাশ্ববর্তী এলাকার ১ হাজার ২৮০ জন নারী ও ৪২০ জন কন্যা শিশুকে নিয়ে সেলাই ,কম্পিউটার, বিউটি পার্লার,ক্ষুদ্র ব্যাবসা , জীবন দক্ষতা, মানবাধিকার,জেন্ডার ভায়োলেন্স,নেতৃত্ত্ব প্রদান, কাউন্সেলিংসহ নানা বিষয়ে প্রশিক্ষন দিয়ে থাকেন।এ ছাড়া সচেতনতার জন্য বিভিন্ন দিবস উদযাপন ও খেলাধুলারও আয়োজন করে থাকেন।