রাজবাড়ী জেলা শহরের ঐতিহ্যবাহী ইয়াছিন উচ্চ বিদ্যালয়ে শুরু হয়েছে দুই দিনব্যাপী শিক্ষা উপকরণ ও বিজ্ঞান মেলা।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সকালে ফিতা কেটে ও পায়রা উড়িয়ে দুই দিনব্যাপী শিক্ষা উপকরণ ও বিজ্ঞান মেলার উদ্বোধন করেন, রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খান।
এ সময় রাজবাড়ীর পুলিশ সুপার জি.এম. আবুল কালাম আজাদ, ইয়াছিন উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও সাবেক পৌর মেয়র মহম্মদ আলী চৌধুরী, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা ফকির আব্দুল জব্বার, প্রধান শিক্ষক মো.ইকবাল হোসেন, সহকারী প্রধান শিক্ষক আব্দুর রহমানসহ বিদ্যালয়ের শিক্ষক ম্যানেজিং কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে মেলায় আগত ৪২ টি স্টলের ১০২ টি প্রদর্শনী পরিদর্শন করেন জেলা প্রশাসকসহ অতিথিরা। আজ শুরু হওয়া দুই দিনব্যাপী এ মেলা পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হবে বুধবার বিকেলে।
এ প্রসঙ্গে ইয়াছিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইকবাল হোসেন বলেন, দুই দিনব্যাপী এ আয়োজনের মধ্য দিয়ে বিদ্যালয়ের শিক্ষার্থীরা অনেক কিছু হাতে কলমে শিখতে পারবে। শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষার কথা বিবেচনা করে এবারের আয়োজনটা জমকালোভাবে সাজানো হয়েছে। এ আয়োজন দেখতে জেলা শহরের অন্যন্য বিদ্যালয় থেকেও শিক্ষক ও শিক্ষার্থীরা এসেছে।