সরকার পতনের ঘন্টা ফরিদপুর থেকে বাজানো হবে -আব্দুল আওয়াল মিন্টু
- আপডেট সময় : ১১:০৮:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩ ১০৬ বার পড়া হয়েছে
“সরকার পতনের ঘন্টা ফরিদপুর থেকে বাজানো হবে” বুধবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় একদফা দাবি আদায়ে ফরিদপুর বিভাগীয় রোড মার্চ সফল করার লক্ষ্যে রাজবাড়ীর গোয়ালন্দ মোড়ে বিএনপির আঞ্চলিক কার্যালয়ে অনুষ্ঠিত বিএনপি’র প্রস্তুুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু।
এসময় তিনি বলেন, আমরা একদফা আন্দোলনের ডাক দেওয়ায় আজ মাঠে-ময়দান থেকে মানুষ ছুটে আসছেন। রোড মার্চ দেখে আওয়ামী লীগ ভয় পেয়েছে। আমরা আওয়ামী লীগকে ক্ষমতা থেকে টেনে হেচড়ে নামাবো।
তিনি আরও বলেন, বর্তমান ভোট বিহীন অবৈধ সরকার দুটি বড় অপরাধ করেছে যা মানুষ কখনো ক্ষমা করবেনা। একটি হল সাধারন মানুষের নামে বে নামে অজ্ঞাত মামলা, গুম, খুন আর অন্যটি হল দেশকে অর্থনৈতিক ভাবে ধ্বংস করা। দেশের টাকা লোপাট করে তারা বিদেশে পাচার করে সাধারন মানুষ ও দেশকে অর্থনৈতিক দিক দিয়ে পঙ্গু করে ফেলেছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ফরিদপুর জেলা, ফরিদপুর মহানগর ও রাজবাড়ী জেলা কমিটির আয়োজনে সভায় সভাপতিত্ব করেন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা জয়নুল আবেদীন ফারুক। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা জহুরুল হক শাহাজাদা মিয়া, বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য শামা ওবায়েদ, ফরিদপুর জেলা বিএনপির সভাপতি সৈয়দ মোদাররেস আলী ইছা, সাধারণ সম্পাদক একে কিবরিয়া স্বপন, ফরিদপুর মহানগর বিএনপির সভাপতি এফ এম কায়ুম জঙ্গি, বিএনপির ফরিদপুর বিভাগের সহ-সংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি এ্যাড. আসলাম মিয়া, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ হারুন, জেলা বিএনপির আহবায়ক এ্যাড. লিয়াকত আলী বাবু, সদস্য সচিব এ্যাড. কামরুল আলম, যুগ্ম আহবায়ক রেজাউল করিম শিকদার পিন্টু, জেলা যুবদলের সদস্য সচিব আমিনুর রহমান ঝন্টু, স্বেচ্ছসেবক দলের সভাপতি মোস্তাফিজুর রহমান লিখন, ছাত্রদলের আহবায়ক আরিফুল ইসলাম রোমান প্রমুখ।
অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্ব পালন করেন, বিএনপির ফরিদপুর বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান মাশুক।
সভায় আগামী ৩ অক্টোবর এক দফা দাবী আদায়ে ফরিদপুর বিভাগীয় রোড মার্চ সফল করার লক্ষ্যে নেতাকর্মীরা বিভিন্ন পরামর্শ প্রদান করেন। ওই রোড মার্চে রাজবাড়ী জেলা বিএনপি ও এর সহযোগি সংগঠনের পক্ষ থেকে হাজার হাজার নেতাকর্মী অংশ গ্রহণ করবে বলেও জানান নেতাকর্মীরা। গোয়ালন্দ মোড় থেকে রোড মার্চ শুরু হবে।