রাজবাড়ীর গোয়ালন্দে বুধবার সরকারী গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজে একাদশ শ্রেনীতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের বরন করতে নবীন বরন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের আয়োজন করে সরকারী গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজে ছাত্রলীগ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোয়ালন্দ পৌরসভার মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ নজরুল ইসলাম মন্ডল। অনুষ্ঠানের উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ মোঃ আইয়ুব আলী সরদার।
কলেজ ছাত্রলীগের সভাপতি আমিরুল ইসলাম বাবুর সভাপতিত্ত্বে বিশেষ অতিথি ছিলেন কলেজের উপাধ্যক্ষ আব্দুল হালিম তালুকদার, গোয়ালন্দ উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ তুহিন দেওয়ান,সাধারন সম্পাদক আবির হোসেন হৃদয় প্রমূখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক মোঃ জালাল হোসাইন।
অনুষ্ঠানে শুরুতে অতিথিরা নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরন করে নেন। পরে কলেজের কয়েকজন শিক্ষার্থী এবং ফরিদপুর হতে আগত সংগীত ও নৃত্য শিল্পীদের পরিবেশনায় জমজমাট সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বেলা ১০ টায় শুরু হওয়া অনুষ্ঠানটি চলে বেলা ৩ টা পর্যন্ত।