ভোটার তালিকাভুক্ত হতে ৯৩ বছরের ফাতেমার আবেদন
- আপডেট সময় : ১২:৩৯:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর ২০২১ ২৭৫ বার পড়া হয়েছে
চট্টগ্রামের চন্দনাইশে ৯৩ বছর বয়সের ফাতেমা বেগম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার জন্য নির্বাচন অফিসে আবেদন ফরম জমা করেছেন। বুধবার দুপুর ১২টার দিকে উপজেলা নির্বাচন অফিসে ৯৩ বছর বয়সের ফাতেমা বেগম এ আবেদন ফরম জমা দেন।
উপজেলার সাতবাড়ীয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মৃত ইব্রাহিম হোসেনের স্ত্রী ফাতেমা বেগম হাজিরপাড়ায় বসবাস করেন। তার ৩ সন্তান দীর্ঘদিন যাবত প্রবাসে আছেন। সম্প্রতি বাড়িতে এসে ৯৩ বছর বয়সের মা ফাতেমা বেগমকে নিয়ে ছেলে সিরাজুল ইসলাম ও পুত্রবধূ নির্বাচন অফিসে উপস্থিত হয়ে ভোটার অন্তর্ভুক্ত হওয়ার আবেদন ফরম জমা দেন। নির্বাচন অফিস আবেদন গ্রহণ করে ফাতেমা বেগমের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার জন্য ছবি তোলে।
এ ব্যাপারে মা ফাতেমা বেগমকে নিয়ে আসা ছেলে সিরাজুল ইসলাম জানান, পরিবারের জায়গা-জমি সংক্রান্ত এবং অন্যান্য কাজ সমাধান করার জন্য মায়ের এনআইডি কার্ড বিশেষ প্রয়োজন হওয়াতে মাকে নিয়ে নির্বাচন অফিসে উপস্থিত হয়েছি।
এ ব্যাপারে উপজেলা নির্বাচন কর্মকর্তা মিনহাজুল ইসলাম বলেন, শেষ বয়সে ফাতেমা বেগমের এনআইডি কার্ড প্রয়োজন হওয়ায় ভোটার অন্তর্ভুক্ত হওয়ার আবেদন ফরম জমা করেছেন। বিশেষ কমিটির বৈঠকে ৯৩ বছর বয়সের ফাতেমা বেগমকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করে এনআইডি কার্ড প্রদান করা হবে।