গোয়ালন্দে ২৫ টি মন্দিরে সরকারি অনুদান বিতরণ
- আপডেট সময় : ০৯:৫০:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ অক্টোবর ২০২৩ ১৪০ বার পড়া হয়েছে
রাজবাড়ীর গোয়ালন্দে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয়া দুর্গা পূজা উদযাপন উপলক্ষে ২৫ টি মন্দিরে সরকারি অনুদান বিতরণ করা হয়েছে।
আজ শুক্রবার (২০ অক্টোবর) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে এ অনুদান বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো.মোস্তফা মুন্সী, রাজবাড়ী জেলা পরিষদ সদস্য ও গোয়ালন্দ উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মো.ইউনুস মোল্লা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও রাজবাড়ী জেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান চৌধুরী আসাদ, গোয়ালন্দ উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি মামুনুর রশিদ মামুন, যুগ্ন সাধারণ সম্পাদক এনায়েত হোসেন জাকির, পৌর ছাত্রলীগের সভাপতি রাতুল আহমেদ প্রমুখ।
এ বছর গোয়ালন্দ উপজেলার ২৫ টি মন্দিরের প্রত্যেক মন্দিরে ৫০০ কেজি চাউল প্রদান করেন।