গোয়ালন্দে ঐতিহ্যবাহী লাঠি খেলায় হাজারো মানুষের ঢল
- আপডেট সময় : ০৯:৫৪:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ অক্টোবর ২০২৩ ১১১ বার পড়া হয়েছে
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম মুন্সি বাজার এলাকায় সোমবার বিকেলে প্রয়াত খ্যাতিমান লাঠিয়াল কাদের মৃধার স্মরনে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত হয়।
নানা বয়সী লাঠিয়ালরা নগ্নপায়ে ঢোলের তালে নেচে গেয়ে খেলার চমৎকার সব কলাকৌশল প্রদর্শন করেন।প্রতিপক্ষের আঘাত থেকে নিজেকে রক্ষা ও পাল্টা আঘাতের লক্ষে ঝাঁপিয়ে পড়েন তারা।
খেলা দেখতে হাজার হাজার নারী-পুরুষ ও শিশুরা ভিড় জমান। আগত দর্শকরা করতালির মাধ্যমে উৎসাহ যোগায় খেলোয়াড়দের।
স্হানীয় হাবিবুর রহমান, হামিদ মৃধা,মালেক মৃধা,সালাম খা,জয়নাল মোল্লা,লালচাঁদ ফকির সহ বেশ কয়েকজন ব্যাক্তি মিলে এ খেলার আয়োজন করেন।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. মোস্তফা মুন্সি।
খেলার উদ্ধোধন করেন দেবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. হাফিজুল ইসলাম।
ইউপি সদস্য মো. আজাদ সরদারের সভাপতিত্বে সফিকুল ইসলামের সঞ্চালনায় অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন,দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ. রহমান মন্ডল, দেবগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক গিয়াস উদ্দিন শেখ প্রমুখ।
খেলা শেষে আয়োজকদের পক্ষ অংশগ্রহনকারী সকল লাঠিয়ালদের মাঝে উপহার সামগ্রী প্রদান করা হয়।