ফিলিস্তিনে ইজরাইলি হামলার প্রতিবাদ ও অবিলম্বে যুদ্ধ বন্ধের দাবিতে রাজবাড়ীর গোয়ালন্দে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বাদ জুম্মা উপজেলা ইমাম কমিটি ও সর্বস্তরের তৌহিদী জনতার ব্যানারে এ প্রতিবাদ কর্মসূচি পালিত হয়।
এ উপলক্ষে শুক্রবার বাদ জুম্মা শহরের শহীদ মুক্তিযোদ্ধা ফকির মহিউদ্দিন আনছার ক্লাব চত্ত্বরে কয়েক হাজার তৌহিদী মুসল্লি জমায়েত হন।
সেখানে উপজেলা ইমাম কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মওলানা জহুরুল ইসলামের সভাপতিত্ত্বে সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন
গোয়ালন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ মোস্তফা মুন্সি, গোয়ালন্দ পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ নজরুল ইসলাম মন্ডল, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নাসিরউদ্দিন রনি, পীরে কামেল মওলানা এহতেশাম হক আব্বাসী, বাজার কমিটির সভাপতি মোঃ সিদ্দিক মিয়া, উপজেলা ইমাম কমিটির সহ সভাপতি মুফতি আজম আহমদ, সাধারন সম্পাদক মোঃ আবুল হুসাইন,হাফেজ আবু সাইদ,মওলানা আমিনুল ইসলাম,মুফতি আঃ লতিফ প্রমূখ।
পরে সেখান থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে সড়ক-মহাসড়ক প্রদক্ষিন করে পূর্বের স্হানে ফিরে আসে। পরে সেখানে দোয়া অনুষ্ঠান পরিচালিত হয়।
বিক্ষোভ সমাবেশ হতে অসহায় ফিলিস্তিনিদেরকে ওষুধ,খাদ্য ও সামরিক সহযোগীতা দেয়ার জন্য সরকারের কাছে দাবি জানানো হয়।