রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন বরাট একতা ক্লাব আয়োজিত নকআউট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার ২ দল চূড়ান্ত হয়েছে।
ফাইনাল খেলার দুদল যথাক্রমে পাবনা নতুন পাড়া ফুটবল একাদশ ও রাজাপুর ফ্রেন্ডশিপ ফুটবল একাদশ, রাজবাড়ী।
গত ১৭ অক্টোবর মঙ্গলবার বিকেল ৪ টায় ১ম সেমিফাইনালে মেরিনার্স ফুটবল একাদশ, নারায়ণগঞ্জকে ১-২ গোলে পরাজিত করে নতুনপাড়া ফুটবল একাদশ, পাবনা এবং ২১ অক্টোবর (শনিবার) ২য় সেমিফাইনাল খেলায় রাজাপুর ফ্রেন্ডশিপ একাদশ ৪-১ গোলে শেখ জামাল সৃতি সংসদ, গোয়ালন্দকে পরাজিত করে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে।
গতমাসের ২২ সেপ্টেম্বর (শুক্রবার) বিকেল ৪ টায় আনুষ্ঠানিকভাবে এ টুর্নামেন্টের পর্দা নামে। নকআউট এ টুর্নামেন্টে মোট ১৬ দল অংশগ্রহণ করেন।
টুর্নামেন্ট সম্পর্কে আয়োজক কমিটির আহবায়ক মো. রাজন সরদার জানান, টুর্নামেন্টের ফাইনাল খেলায় রাজবাড়ী ১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী মহাদ্বয়ের উপস্থিত থাকার কথা রয়েছে । ফাইনাল খেলার সময়সূচী এখনো নির্ধারণ করা হয়নি। সময়সূচী নির্ধারণ করে সকলকে জানিয়ে দেয়া হবে।