রাজবাড়ীর গোয়ালন্দে সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। শনিবার (২১ অক্টোবর) দুপুরে কর্মজীবী কল্যাণ সংস্থা-কেকেএস এর আয়োজনে প্রবীণ হলরুমে সিএসইসি (সিসেক) প্রকল্পের সহযোগিতায় দ্যা ফ্রিডম ফান্ডের অর্থায়নে এ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
কর্মজীবী কল্যাণ সংস্থা কেকেএস এর নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার এর সভাপতিত্বে সিএসইসি (সিসেক) প্রকল্পের প্রকল্প কর্মকর্তা জুলিয়ানা বাড়ৈ এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন দৌলতদিয়া মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মুহাম্মদ শহীদুল ইসলাম, কেকেএস সিবিসিপিসি কমিটির সভাপতি ও ফকীর আব্দুল জব্বার কলেজের প্রভাষক ছালেহা খানম, সহ-সভাপতি আ. মান্নান মিয়া, দৌলতদিয়া ইউপির মহিলা সদস্য চম্পা খাতুন, সদস্য মো. আলমগীর হোসেন, সদস্য ও দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের ব্যাবস্থাপক মো. জুলফিকার আলী, কেকেএস প্রোগ্রাম কোর্ডিনেটর শাহাদৎ হোসেন, প্রকল্প সমন্বয়ক রুমা খাতুন, কেকেএস রিকোপ প্রকল্পের সহকারি ম্যানেজার মো. মঞ্জুরুল আলম, সিএসইসি (সিসেক) প্রকল্পের ফিল্ড ফ্যাসিলিটেটর আরিফা খাতুন, সুরভী আক্তার প্রমুখ।
এসময় ৯১ জন সুবিধাবঞ্চিত শিশুর মধ্যে খাতা, কলম, স্কেল, স্কুল ব্যাগ, জ্যামিতি বক্স, পানির পট, ক্যালকুলেটর তুলে দেয়া হয়।