সংবাদ শিরোনাম ::
সংবাদ শিরোনাম ::
ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণ মামলায় রাজবাড়ীতে আওয়ামী লীগ নেতার ছেলে গ্রেফতার
জেলা প্রতিনিধি, রাজবাড়ী
- আপডেট সময় : ০৮:১৩:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০২৪ ২০ বার পড়া হয়েছে
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":5},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
রাজবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও গুলিবর্ষণের মামলায় আওয়ামী লীগ নেতার ছেলে ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সক্রিয় কর্মী রিয়াদ হাসান প্লাবন (২৮) কে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২ নভেম্বর) দিনগত রাত ৮টার দিকে সদর উপজেলার বসন্তপুর স্টেশন বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। রিয়াদ হাসান প্লাবন বসন্তপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান মিয়ার ছেলে। তার বাড়ি বসন্তপুর ইউনিয়নের বড় ভবানীপুর গ্রামে।
জানা গেছে, ৩০ আগস্ট ছাত্র-জনতার ওপর হামলা ও গুলিবর্ষণের ঘটনায় শিক্ষার্থী রাজিব মোল্লা বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য কাজী কেরামত আলী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী, কাজী ইরাদত আলীর ছেলে কাজী রকিবুল হাসান শান্তনু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জাকারিয়া মাসুদ রাজিব, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান মিয়া সোহেল, জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ শাহিন শেখ এবং রাজবাড়ী পৌরসভার সাবেক মেয়র আলমগীর শেখ তিতুসহ ১৭০ জনের নাম উল্লেখ করা হয়।
এছাড়া, মামলায় অজ্ঞাতনামা আরও ৩০০ জনকে আসামি করা হয়েছে।
এজাহারে উল্লেখ করা হয়, কোটা সংস্কার আন্দোলনকে নস্যাৎ করার জন্য ১৮ জুলাই বিকেল ৩টার দিকে আন্দোলনকারীদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। এজাহারনামীয় আসামিরা দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায় এবং আন্দোলনকারীদের ওপর গুলি ও বোমা নিক্ষেপ করে। হামলায় সোনিয়া আক্তার স্মৃতি, নুরুন্নবী, আশিক ইসলাম অভি, রাজিব মোল্লা, মেহেরাব, আলতাফ মাহমুদ সাগর, উৎস সরকার, রিয়াজসহ অনেক আন্দোলনকারী আহত হন।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন, “রাজিব মোল্লার দায়ের করা মামলায় আসামি হিসেবে রিয়াদ হাসান প্লাবনকে গ্রেফতার করা হয়েছে। রোববার তাকে আদালতে সোপর্দ করা হবে।”