সড়ক সংস্কার রাতে, সকালে উঠে গেল কার্পেটিং
জেলা প্রতিনিধি, মানিকগঞ্জ
- আপডেট সময় :
০৯:৪০:০২ পূর্বাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪
১৭
বার পড়া হয়েছে
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ
(Google News) ফিডটি
মানিকগঞ্জের ঘিওর উপজেলায় রাতে রাস্তা সংস্কারের পর সকালেই কার্পেটিং উঠে যাওয়ায় স্থানীয় বাসিন্দারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন।
এলাকাবাসীর অভিযোগ, নিম্নমানের উপকরণ ও দায়িত্বহীনতার কারণে এই ঘটনা ঘটেছে। এ বিষয়ে খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন উপজেলা প্রকৌশলী কার্যালয়।
জানা যায়, শুক্রবার (২৫ অক্টোবর) রাতের দিকে উপজেলার সিংজুড়ী ইউনিয়নের চরমাইজখাড়া-খাগ্রাটা এলাকার সড়কে পিচ ঢালাইয়ের কাজ সম্পন্ন হয়। তবে পরের দিন সকালে স্থানীয়রা দেখতে পান, রাস্তার পিচ কার্পেটিং উঠে গেছে।
চরমাইজখাড়া গ্রামের কয়েকজন বাসিন্দা জানান, ঠিকাদারের কর্মীরা বিকেল ৪টা থেকে রাত ১১টা পর্যন্ত কাজ করেছেন। বৃষ্টির কারণে রাস্তায় পানি ও কাদা ছিল, তবুও তারা কাজ চালিয়ে গেছেন এবং স্থানীয়দের আপত্তি উপেক্ষা করেছেন। পরদিন সকালে রাস্তার কার্পেটিং উঠে যায়, যা স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে।
এলজিইডি কার্যালয় সূত্রে জানা গেছে, ২০২৩-২৪ অর্থবছরের গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় চরমাইজখাড়া-খাগ্রাটা এলাকায় প্রায় ৫৪ লাখ টাকা ব্যয়ে এক হাজার মিটার রাস্তার সংস্কার কাজের টেন্ডার হয়, যা পায় মেসার্স মাকছুদ ইঞ্জিনিয়ারিং।
উপজেলার উপ-সহকারী প্রকৌশলী মোহাম্মাদ আলী জিন্নাহ জানান, আবহাওয়ার কারণে এলাকাবাসী বাঁধা দিলেও কাজ চালানো হয়। দাহ্য মিশ্রিত বিটুমিন নষ্ট হবে ভেবে উপজেলা প্রকৌশলীর নির্দেশে কাজ করার অনুমতি দেওয়া হয়।
তবে ঠিকাদারি প্রতিষ্ঠান এ অভিযোগ অস্বীকার করেছে। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী শফিকুল ইসলাম নিশাদ বলেন, “রাতে কাজ করায় কিছু ত্রুটি থাকতে পারে। সরেজমিনে গিয়ে প্রয়োজনে আবার ঢালাই দেওয়া হবে।”
উপজেলা এলজিইডি প্রকৌশলী মোঃ শাহিদুজ্জামান বলেন, তিনি এ উপজেলায় নতুন এসেছেন। রাতে কাজের বিষয়টি স্বীকার করে তিনি জানান, কাজ চলমান রয়েছে এবং কোথাও ত্রুটি থাকলে তা ঠিক করে দেওয়া হবে।
নিউজটি শেয়ার করুন