সাত কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য বিষফোঁড়া
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
- আপডেট সময় :
১০:০৫:৩২ পূর্বাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪
১৯
বার পড়া হয়েছে
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ
(Google News) ফিডটি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সাত কলেজ বিশ্ববিদ্যালয়ের জন্য ‘বিষফোঁড়া’ বলে মন্তব্য করেছেন অধিভুক্তি বাতিলের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের একাংশ।
সোমবার (৪ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিল শেষে রাজু ভাস্কর্যের সামনে সংক্ষিপ্ত সমাবেশে তারা এই দাবি করেন।
শিক্ষার্থীরা জানান, ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে এই অধিভুক্তি বাতিল করতে হবে, অন্যথায় তারা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবেন।
আন্দোলনকারী শিক্ষার্থী খায়রুল আহসান মারজান বলেন, “অধিভুক্তির শুরু থেকেই ঢাবির শিক্ষার্থীরা এর বিরোধিতা করে আসছে। প্রায় ছয় বছর হয়ে গেছে, কিন্তু এখনও এ বিষয়ে কোনো সমাধান পাওয়া যায়নি। আমরা চাই, আমাদের বিশ্ববিদ্যালয়ের মান রক্ষার জন্য অধিভুক্তি বাতিল করা হোক।”
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী মইদুল ইসলাম বলেন, “র্যাংকিংয়ে ঢাবির অবনতির কারণ এই সাত কলেজ। আন্তর্জাতিক র্যাংকিংয়ে এই কলেজগুলোও বিবেচনায় নেওয়া হয়, যা ঢাবির মান কমিয়ে দেয়।”
আন্দোলনকারীরা তাদের দাবি আদায়ের পক্ষে ছয়টি কারণ তুলে ধরেন। সেগুলো হলো, ঢাবির প্রশাসনিক কার্যক্রমে শিক্ষার্থীদের বিড়ম্বনা, ঢাবির শিক্ষকদের দ্বারা অবহেলা, পাঠদান ব্যাহত ও সেশনজট সমস্যা, আবাসন সংকট ও গবেষণায় ফান্ডের অভাব থাকা সত্ত্বেও সাত কলেজের জন্য প্রশাসনিক ভবন নির্মাণের আশ্বাস, ঢাবির শিক্ষার্থীদের পরিচয় সংকট ও আন্তর্জাতিক র্যাংকিংয়ে অধিভুক্ত কলেজের প্রভাব।
এসময় আন্দোলনকারীরা বিভিন্ন স্লোগান দিয়ে তাদের দাবির প্রতি জোর দেন, যেমন “এক দফা, এক দাবি, অধিভুক্ত মুক্ত ঢাবি!”
নিউজটি শেয়ার করুন