গোয়ালন্দে শিয়ালের কামড়ে নারী ও শিশুসহ আহত ৯
উপজেলা প্রতিনিধি, গোয়ালন্দ (রাজবাড়ী)
- আপডেট সময় :
১০:২৯:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪
২১
বার পড়া হয়েছে
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ
(Google News) ফিডটি
রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলায় পৃথক তিন স্থানে হিংস্র শিয়ালের কামড়ে নারী ও শিশুসহ ৯ জন আহত হয়েছেন।
রোববার সন্ধ্যা থেকে রাত সাড়ে ৮টার মধ্যে উপজেলার দেবগ্রাম ইউনিয়নের চর পাঁচুরিয়া এবং পৌরসভার ১ ও ২ নং ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে।
পৌরসভার ১ নং ওয়ার্ডের মাষ্টার পাড়ায় একজনকে কামড়ানোর সময় বিক্ষুব্ধ এলাকাবাসী লাঠিসোটা দিয়ে পিটিয়ে একটি শিয়ালকে মেরে ফেলেন। এই ঘটনার পর এলাকায় শিয়াল আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
আহতদের মধ্যে আছেন দেবগ্রাম ইউনিয়নের চর পাঁচুরিয়া গ্রামের হোসাইন মোল্লা (১৬), নগর রায়ের পাড়ার রতন রায় (৫০), শারমিন বেগম (৩৫), নয়ন মজুমদার (২২), এবং মাষ্টার পাড়ার নমিতা রানী (৪৫), চপলা রানী (৩৫), সন্তোষ সূত্রধর (৫৫), দীপালি সরকার (৪২) ও শিশু কনক শীল (৬)।
গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মোঃ শরিফ ইসলাম জানান, আহতদের অ্যান্টি-রেবিস ভ্যাকসিন ও টিটেনাস ভ্যাকসিনসহ অন্যান্য চিকিৎসা সেবা দেয়া হয়েছে। তবে আহতদের অভিযোগ, স্বাস্থ্য কমপ্লেক্সে ভ্যাকসিন না থাকায় বাইরে থেকে ৩ হাজার টাকা দিয়ে কিনে ভ্যাকসিন নিতে হয়েছে। এলাকাবাসী স্থানীয় প্রশাসন ও প্রাণিসম্পদ অধিদপ্তরের সহযোগিতা এবং হাসপাতালে ভ্যাকসিন নিশ্চিত করার দাবি জানান।
আবাসিক মেডিকেল অফিসার মোঃ শরিফ ইসলাম বলেন, “গোয়ালন্দে শিয়ালের কামড়ের ঘটনা অনেক বেড়ে গেছে। গতকাল রাতে শিয়ালের কামড়ে আহত ৯ জন হাসপাতালে আসেন এবং তাদের অ্যান্টি-রেবিস ভ্যাকসিন ও টিটেনাস ভ্যাকসিনসহ প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হয়। তারা এখন সবাই বাড়িতে আছেন।” এসময় তিনি এলাকাবাসীকে শিয়ালের আক্রমণ থেকে সতর্ক থাকার আহ্বান জানান।
নিউজটি শেয়ার করুন