চুয়াডাঙ্গায় আন্তঃনগর বেনাপোল ও সুন্দরবন এক্সপ্রেস ট্রেন প্রত্যাহারের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ
জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা
- আপডেট সময় :
০৪:৫১:২৫ অপরাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪
২২
বার পড়া হয়েছে
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ
(Google News) ফিডটি
চুয়াডাঙ্গা হয়ে চলাচলকারী আন্তঃনগর বেনাপোল এক্সপ্রেস ও সুন্দরবন এক্সপ্রেস ট্রেন প্রত্যাহারের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন চুয়াডাঙ্গাবাসী।
সোমবার বেলা সাড়ে ১১টার দিকে চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনে খুলনা থেকে আসা “চিত্রা এক্সপ্রেস” ট্রেনটি আটকে স্লোগান দেন বিক্ষোভকারীরা। সাকিবের নেতৃত্বে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এই প্রতিবাদে অংশগ্রহণ করেন।
১০ মিনিটের জন্য “চিত্রা এক্সপ্রেস” ট্রেনটি আটকে রাখা হয় এবং পরে বেলা ১২টা ১০ মিনিটে বিক্ষোভকারীরা সরে গেলে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়।
বিক্ষোভকারীরা বলেন, ১৫ নভেম্বর থেকে খুলনা-ঢাকা রুটে চলাচলকারী সুন্দরবন এক্সপ্রেস এবং বেনাপোল-ঢাকা রুটে চলাচলকারী বেনাপোল এক্সপ্রেস ট্রেন অন্য রুটে সরিয়ে নেওয়া হবে, যা চুয়াডাঙ্গা এবং আশেপাশের জেলার মানুষের জন্য রেলসেবা থেকে বঞ্চিত হওয়ার কারণ হবে।
তাদের দাবি, এই সিদ্ধান্ত বাতিল করে ট্রেন দুটি আগের রুটে বহাল রাখা হোক। চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনমাস্টার মিজানুর রহমান জানান, রুট পরিবর্তনের বিষয়ে এখনো কোনো নির্দেশনা আসেনি এবং রেল মন্ত্রণালয় থেকেও এ ব্যাপারে কোনো লিখিত বা মৌখিক নির্দেশনা দেওয়া হয়নি।
চুয়াডাঙ্গার স্থানীয় জনগণ দাবি করছেন, বেনাপোল ও সুন্দরবন এক্সপ্রেস চুয়াডাঙ্গা হয়ে চলাচল অব্যাহত থাকায় তারা ঢাকার সাথে সহজে যোগাযোগের সুবিধা পাচ্ছেন, যা এই রুট থেকে ট্রেন প্রত্যাহার হলে ব্যাহত হবে।
নিউজটি শেয়ার করুন