মোংলা পোর্ট পৌরসভায় হিসাবরক্ষণ কর্মকর্তার পুনরায় যোগদান
মাসুদ রানা, মোংলা (বাগেরহাট)
- আপডেট সময় :
১২:২২:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪
৪৩
বার পড়া হয়েছে
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ
(Google News) ফিডটি
মোংলা পোর্ট পৌরসভায় হিসাবরক্ষণ কর্মকর্তা হিসেবে পুনরায় যোগদান করায় ছাত্র-জনতার অভিনন্দন পেয়েছেন সরদার আব্দুল হান্নান। তিনি একজন জনবান্ধব ও মেধাবী হিসাবরক্ষণ কর্মকর্তা হিসেবে পরিচিত এবং শিক্ষানুরাগী হিসেবে তার সুনাম রয়েছে।
তবে, ২০১২ সালের ২০ মার্চ খুলনা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র তালুকদার আব্দুল খালেকের ডিও লেটারের (আধা-সরকারি সুপারিশ পত্র) মাধ্যমে তাকে অন্যায়ভাবে মোড়েলগঞ্জ পৌরসভায় বদলি করা হয়েছিল। এর ফলে শারীরিক অসুস্থতা সত্ত্বেও তাকে মোংলা থেকে মোড়েলগঞ্জে প্রতিদিন যাতায়াত করতে হতো, যা তার জন্য অনেক কষ্টের ছিল।
দীর্ঘ কয়েক বছর পর অবশেষে তার পুরনো কর্মস্থলে ফিরে আসার সুযোগ হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব মোঃ মাহবুব আলম স্বাক্ষরিত এক আদেশে ২০২৪ সালের ১৭ অক্টোবর তাকে মোড়েলগঞ্জ থেকে মোংলা পোর্ট পৌরসভায় বদলি করা হয়। ৩ নভেম্বর তার যোগদানপত্র গৃহীত হলে ৫ নভেম্বর তিনি প্রথম অফিস করেন।
তার পুনঃযোগদান উপলক্ষে মোংলা-রামপালের ছাত্র প্রতিনিধিরা ও পৌরসভার কর্মকর্তারা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
এ সময় সরদার আব্দুল হান্নান জানান, তিনি সন্তুষ্ট যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় তাকে তার পূর্বের কর্মস্থলে ফিরিয়ে এনেছে। তবে, তার ফিরে আসায় একটি মহল তাকে পুনরায় সরিয়ে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে বলে জানান তিনি। তিনি বিশ্বাস করেন, এই মহলটি তাদের অতীতের দুর্নীতির বিষয়টি ফাঁস হয়ে যাওয়ার ভয়ে এমন কার্যকলাপ করছে।
নিউজটি শেয়ার করুন