চুয়াডাঙ্গায় ট্রাস্কফোর্সর অভিযানে ৬টি গােডাউন সিলগালা, ৪ লাখ টাকা জরিমানা
জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা
- আপডেট সময় :
০১:৫৯:২৩ অপরাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪
১৮
বার পড়া হয়েছে
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ
(Google News) ফিডটি
চুয়াডাঙ্গা শহরের ট্রাস্কফোর্সের অভিযানে প্রচুর পরিমানের নিম্নমানের নকল শিশু খাদ্য, যৌন উত্তেজক সিরাপ জব্দ করা হয়েছে।
আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে চুয়াডাঙ্গা শহরের ফেরিঘাট রোডে মেসার্স জনিস্টােরে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৬টি গােডউন সিলগালা এবং নগদ ৪ লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযান সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা, বাংলাদেশ সেনাবাহিনী, নিরাপদ খাদ্য অধিদপ্তর এবং জেলা মার্কেটিং অফিস এবং ছাত্র জনতার সমন্বয়ে যৌথ টাস্কফোর্সে অভিযান পরিচালনা করা হয় চুয়াডাঙ্গা শহরের বড় বাজার ফেরিঘাট রােডের মেসার্স জনি স্টাের। এ সময় জনি স্টোরের মালিক জনি দীর্ঘ দিন ধরে ভেজাল নিম্নমানের, মেয়াদোত্তীর্ণ শিশু খাদ্য ও যৌনউত্তেজক সিরাপ বিক্রি ও গোডাউনজাত করে আসছিলো। তিনি চুয়াডাঙ্গাসহ আশপাশের জেলাতে এসব সকল পন্য সরবরাহ করে বলে অভিযোগ রয়েছে। এমন গােপন সংবাদের ভিত্তিতে সেখানে যৌথ বাহিনীর সমন্বয়ে ট্রান্সফোর্স অভিযান চালানো হয়। এসময় তার দোকানে ও গোডাউনে বিপুল পরিমান ভেজাল নিম্নমানের, মেয়াদোত্তীর্ণ শিশু খাদ্য ও যৌনউত্তেজক সিরাপ পাওয়া যায়। এই অভিযোগে এর মালিক জনিকে ৪ লাখ টাকা জরিমানা ও দোকানসহ ৬টি গোডাউন সিলগালা করা হয়। এসময় দোকান ও পরিবেশক মালিক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত হয়ে পরবর্তীতে এ ধরনের কাজ করবে না অঙ্গিকার করে।
চুয়াডাঙ্গা নিরাপদ খাদ্য অফিসের নমুনা সংগ্রহকারী নাসের উদ্দীন বলেন, এর আগেও গত বছর জনি স্টােরকে একই অভিযোগে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছিল। এসময় নিম্নমানের চাটনীর নমুনা পরীক্ষা করলে শিশুর শরীরিক মারাত্বক স্বাস্থ্য ঝুকির সম্ভবনার কথা জানান।
চুয়াডাঙ্গা টাস্কফোর্স অভিযানের নেতৃত্বে থাকা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদ জানান, এর আগেও মেসার্স জনি স্টােরকে সতর্ক করার পরেও নিম্ন মানের প্রচুর ভেজাল শিশু খাদ্য বিক্রির অভিযােগে প্রতিষ্ঠানটির ৬টি গােডাউন সিলগালা এবং নগদ ৪ লাখ টাকা জরিমানা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা মার্কেটিং অফিসার রাশেদুজ্জামান, সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার জুলফিকার আলী নিরাপদ খাদ্য অধিদপ্তেরর নমুনা সংগ্রহ কারী কর্মকর্তা নাসের উদ্দিন এবং ছাত্রজনতা প্রতিনিধি মুসফিকুর রহমান প্রমুখ।
নিউজটি শেয়ার করুন