উপদেষ্টা আসিফ নজরুল সুইজারল্যান্ডে হেনস্তার শিকার
পদ্মা বুলেটিন আন্তর্জাতিক ডেস্কঃ
- আপডেট সময় :
০৬:০২:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ নভেম্বর ২০২৪
১২
বার পড়া হয়েছে
Oplus_131072
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ
(Google News) ফিডটি
অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল সুইজারল্যান্ডে হেনস্তার শিকার হয়েছেন। সেখানে আওয়ামী লীগের সমর্থকদের একটি দল তাকে বিরক্ত ও তর্কে জড়ায় বলে জানা গেছে।
সুইজারল্যান্ডের জেনেভাস্থ বাংলাদেশ দূতাবাস ও স্থায়ী মিশন সূত্রে জানা যায়, আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) গভর্নিং বডির সভা এবং সংস্থাটির গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে বৃহস্পতিবার (৭ নভেম্বর) দেশে ফেরার উদ্দেশ্যে জেনেভা বিমানবন্দরে পৌঁছান অধ্যাপক আসিফ নজরুল। দূতাবাসের প্রটোকলে তিনি বিমানবন্দরে যান।
বিমানবন্দরে গাড়ি থেকে নামার পর একদল লোক আইন উপদেষ্টাকে ঘিরে ধরে এবং তাকে বিরক্ত করতে শুরু করে। সুইজারল্যান্ডের বিভিন্ন সূত্র জানিয়েছে, এই দলটির সদস্যরা সুইজারল্যান্ড আওয়ামী লীগের সমর্থক। সেখানে দলের সভাপতি নজরুল ইসলাম জমাদার ও সাধারণ সম্পাদক শ্যামল খান উপস্থিত ছিলেন।
বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ১ মিনিট ৪৩ সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে দেখা যায়, একদল লোক আসিফ নজরুলকে ঘিরে উত্তেজিত ভাষায় তর্ক করছেন এবং তাকে মিথ্যাবাদী বলে আখ্যা দিচ্ছেন। তারা বারবার প্রশ্ন করছেন এবং স্লোগান দিচ্ছেন, “জয় বাংলা, জয় বঙ্গবন্ধু”।
এই ঘটনার পর আন্তর্জাতিক শ্রম সংস্থার সভায় বাংলাদেশের প্রতিনিধিত্বকারী উপদেষ্টার হেনস্তা নিয়ে বিভিন্ন মহলে প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
নিউজটি শেয়ার করুন