চিত্র নায়িকা অপু বিশ্বাসের বিরুদ্ধে প্রতারণার মামলা!
পদ্মা বুলেটিন বিনোদন ডেস্কঃ
- আপডেট সময় :
১০:২০:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ নভেম্বর ২০২৪
১৪
বার পড়া হয়েছে
Oplus_131072
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ
(Google News) ফিডটি
চিত্রনায়িকা অপু বিশ্বাসের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা করেছেন প্রযোজক সিমি ইসলাম। একই মামলায় আসামি করা হয়েছে হিরো আলম ও জাহিদুল ইসলামকে। ২৪ অক্টোবর ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে মামলাটি (১১৩৬) দায়ের করা হয় বলে জানান সিমি ইসলাম।
সিমি ইসলামের অভিযোগ, অপু বিশ্বাস ও জাহিদুল ইসলাম তাঁর ইউটিউব চ্যানেলটি হ্যাক করেছেন। বিষয়টি নিয়ে সাধারণ ডায়েরি করেছিলেন এবং চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির মাধ্যমে মীমাংসারও চেষ্টা করেছিলেন তিনি। কিন্তু কোনও সমাধান না হওয়ায় আদালতের শরণাপন্ন হন। আদালত পুরো ঘটনাটির তদন্তের দায়িত্ব তেজগাঁও থানা কর্তৃপক্ষকে দিয়েছেন এবং আগামী ১১ ডিসেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।
মামলার নথি অনুযায়ী, ২০২৩ সালের আগস্টে অপু বিশ্বাস ও জাহিদুল ইসলাম সিমির ইউটিউব চ্যানেল হ্যাক করেন এবং এটি ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিলেও ফিরিয়ে দেননি। চলতি বছরের জানুয়ারিতে সিমি লালবাগ থানায় সাধারণ ডায়েরি করেন এবং অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ করেন।
বিষয়টি সমাধানে মধ্যস্থতাকারী হিসেবে হিরো আলম এগিয়ে আসেন এবং বিষয়টি সমাধানের চেষ্টা করেন। চ্যানেলটি ফেরত দেওয়ার জন্য ১০ লাখ টাকা দাবি করা হয়, তবে দর-কষাকষির পর ৫ লাখ টাকার বিনিময়ে চ্যানেলটি সিমি ইসলামের কাছে ফিরিয়ে দেওয়া হয়। কিন্তু সিমি দেখতে পান, চ্যানেলের ভিডিওগুলো অনুপস্থিত। ভিডিওগুলো ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিলেও অপু বিশ্বাস ও হিরো আলম কালক্ষেপণ করেন। চলচ্চিত্র প্রযোজক সমিতির কাছে সমাধান চাইলেও কোনো ফলাফল না পেয়ে শেষ পর্যন্ত আদালতে মামলা দায়ের করেন সিমি ইসলাম।
নিউজটি শেয়ার করুন