সুন্দরবনে হরিণ শিকারের ফাঁদসহ আটক ২০ শিকারী কারাগারে
মাসুদ রানা, মোংলা (বাগেরহাট)
- আপডেট সময় :
১০:২৬:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০২৪
৭৭
বার পড়া হয়েছে
Oplus_131072
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ
(Google News) ফিডটি
সুন্দরবনের ধানসিদ্ধির চর সংলগ্ন এলাকায় হরিণ শিকারের প্রস্তুতির সময় বনরক্ষীদের হাতে ধরা পড়েছেন ২০ জন শিকারী। তাদের ট্রলারে হরিণ শিকারের জন্য ফাঁদসহ অন্যান্য সরঞ্জাম পাওয়া গেছে।
শনিবার (৯ নভেম্বর) দুপুরে বাগেরহাট আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়। এর আগে, শুক্রবার (৮ নভেম্বর) রাত সাড়ে ১১টায় ধানসিদ্ধির চর সংলগ্ন এলাকায় তাদের আটক করা হয়।
পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের সহকারী স্টেশন কর্মকর্তা মোঃ আল আমিন জানান, সঙ্গীয় ফোর্সসহ তারা পশুর নদীতে টহল চলাকালে একটি ইঞ্জিনচালিত ট্রলার দেখতে পান। ট্রলারটি বন বিভাগের নন্দবালা টহল ফাঁড়ি অতিক্রম করে দ্রুতগতিতে গহীনের দিকে যাওয়ার চেষ্টা করলে তাদের ধাওয়া করে মাঝ নদীতে আটক করা হয়। ট্রলারে তল্লাশি চালিয়ে হরিণ শিকারের ফাঁদসহ অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়।
আটকদের বিরুদ্ধে বন আইন ১৯২৭ সনের সংশোধিত ধারা ও বন্যপ্রাণী সংরক্ষণ আইন-২০১২ অনুযায়ী চাঁদপাই রেঞ্জে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে। বন বিভাগ জানায়, আটককৃতদের অধিকাংশই ঢাকা ও নারায়ণগঞ্জসহ বিভিন্ন জেলার বাসিন্দা।
নিউজটি শেয়ার করুন