রামেক হাসপাতালের করোনা ইউনিটে আটজনের মৃত্যু
- আপডেট সময় : ১০:৫০:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর ২০২১ ২০১ বার পড়া হয়েছে
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় আরও আটজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে তারা মারা যান। হাসপাতালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ২৪ ঘণ্টায় রাজশাহীর তিনজন, নওগাঁর দুজন এবং চাঁপাইনবাবগঞ্জ, নাটোর ও কুষ্টিয়ার একজন করে মারা গেছেন। এর মধ্যে শুধু কুষ্টিয়ার একজন রোগী করোনা পজিটিভ ছিলেন। অন্য সাতজন মারা গেছেন করোনার উপসর্গ নিয়ে।
মৃত আটজনের মধ্যে সাতজন পুরুষ ও একজন নারী। রামেক হাসপাতালের করোনা ইউনিটে চলতি মাসে এ নিয়ে ১৩৮ জনের মৃত্যু হলো।
বুধবার সকাল ৮টার আগের ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হয়েছেন ২৫ জন। ছাড়পত্রও পেয়েছেন ১৫ জন। বুধবার সকাল ৮টা পর্যন্ত করোনা ইউনিটে মোট রোগী ছিলেন ১২৩ জন।
এর মধ্যে রাজশাহীর ৫৫ জন, চাঁপাইনবাবগঞ্জের ২৫ জন, নাটোরের ১৫ জন, নওগাঁর ১০ জন, পাবনার ১৩ জন, মেহেরপুরের দুজন এবং কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও সিরাজগঞ্জের একজন করে রোগী ভর্তি ছিলেন।