হাসপাতালে ভর্তি জুনাইদ আহমেদ পলক
পদ্মা বুলেটিন ডেস্কঃ
- আপডেট সময় :
০২:৫৫:১১ পূর্বাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪
১২
বার পড়া হয়েছে
Oplus_131072
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ
(Google News) ফিডটি
রাজধানীর যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় রিমান্ডে থাকা সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (৯ নভেম্বর) দিনগত রাত সাড়ে ৯টার দিকে তাকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়ায় এ ঘটনায় তার অবস্থা গুরুতর হয়ে পড়েছে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, প্রথমে পলককে ঢাকা মেডিকেল কলেজের নতুন ভবনের হৃদরোগ বিভাগের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসা দেওয়া হয়। এরপর রাত ১২টায় তাকে ওই ভবনের মেডিসিন বিভাগের ৬০২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
মো. ফারুক বলেন, পলক যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় রিমান্ডে রয়েছেন। হঠাৎ অসুস্থ হয়ে পড়ার পর তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। বর্তমানে তিনি করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন আছেন।
গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ১৪ আগস্ট গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর খিলক্ষেত থানার নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে আত্মগোপনে থাকাবস্থায় পলককে গ্রেফতার করে পুলিশ। এরপর বেশ কয়েকটি হত্যা মামলায় তাকে শ্যোন অ্যারেস্ট দেখানো হয়।
এরমধ্যে যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় তিনি সাতদিনের রিমান্ডে ছিলেন। রিমান্ড শেষ হওয়ায় শনিবার বিকেলে তাকে আদালতে হাজির করে পুলিশ। এদিন যাত্রাবাড়ী থানার পৃথক একটি হত্যা মামলায় ফের তাকে সাতদিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
নিউজটি শেয়ার করুন