হোয়াইট হাউসে ট্রাম্প-বাইডেন সাক্ষাৎ আগামী বুধবার
পদ্মা বুলেটিন ডেস্কঃ
- আপডেট সময় :
০৩:৪০:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪
১৪
বার পড়া হয়েছে
Oplus_131072
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ
(Google News) ফিডটি
মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আগামী বুধবার (১৩ নভেম্বর) হোয়াইট হাউজে সাক্ষাৎ করবেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন।
শনিবার (৯ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
হোয়াইট হাউজের এক বিবৃতিতে জানানো হয়, প্রেসিডেন্ট বাইডেনের আমন্ত্রণে আগামী বুধবার সকাল ১১টায় ওভাল অফিসে নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠক হবে। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।
এর আগে, গত বুধবার নির্বাচনে জয়ের পর প্রেসিডেন্ট বাইডেন ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানান এবং ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়ায় সহযোগিতার প্রস্তাব দিয়ে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানান।
যুক্তরাষ্ট্রে বিদায়ী প্রেসিডেন্টের সঙ্গে নতুন প্রেসিডেন্টের সাক্ষাতের রীতি রয়েছে। রীতি অনুযায়ী, বাইডেন এবারও ট্রাম্পকে আমন্ত্রণ জানান। তবে ২০২০ সালের নির্বাচনের পর এই রীতির ব্যত্যয় ঘটেছিল, যখন বাইডেনের কাছে হেরে যাওয়ার পর ট্রাম্প এ ধরনের বৈঠক করেননি।
২০১৬ সালে ট্রাম্প প্রথমবারের মতো নির্বাচিত হলে তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামা তার সঙ্গে ওভাল অফিসে সাক্ষাৎ করেন। তখন তারা আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ নীতিসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। ওবামা ও তার স্ত্রী মিশেল সেই সময় হোয়াইট হাউসে ট্রাম্প ও তার স্ত্রী মেলানিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
বিজয়ের পর নতুন প্রশাসন গঠনের প্রস্তুতি শুরু করেছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, তার প্রশাসন ইতোমধ্যে কাগজপত্রহীন অভিবাসীদের যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার এবং অর্থনীতির চাঙা করার পরিকল্পনা নিয়েছে। পাশাপাশি মূল্যস্ফীতি রোধে নানা উদ্যোগ নিচ্ছে ট্রাম্পের টিম।
২০২৬ সালে যুক্তরাষ্ট্রের আড়াইশ বছর পূর্তি উপলক্ষে ২০২৫ সাল থেকে বছরব্যাপী উৎসব উদযাপনের প্রস্তুতিও নিচ্ছে নতুন প্রশাসন।
উল্লেখ্য, গত মঙ্গলবার (৫ নভেম্বর) অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প বড় জয় পেয়েছেন। ৫৩৮টি ইলেক্টোরাল কলেজ ভোটের মধ্যে ট্রাম্প ৩০১টি ভোট এবং প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাটিক প্রার্থী কমলা হ্যারিস ২২৬টি ভোট পেয়েছেন। এখনো একটি অঙ্গরাজ্যের (অ্যারিজোনা) ফল ঘোষণা বাকি।
নিউজটি শেয়ার করুন