ফ্রান্সের হয়ে খেলতে চান না এমবাপ্পে
পদ্মা বুলেটিন স্পোর্টস ডেস্কঃ
- আপডেট সময় :
০৩:৫১:১৯ পূর্বাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪
১৩
বার পড়া হয়েছে
Oplus_131072
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ
(Google News) ফিডটি
চোটের অজুহাত দেখিয়ে অক্টোবরের আন্তর্জাতিক বিরতির সময়ে ফ্রান্স দলে ছিলেন না রিয়াল মাদ্রিদের তারকা স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পে। এবার নভেম্বরে নেশন্স লিগের দুই ম্যাচের জন্য তাকে ছাড়াই দল ঘোষণা করেছে ফ্রান্স। তবে তার এই অনুপস্থিতি নিয়ে তৈরি হয়েছে রহস্য। ইউরোপীয় গণমাধ্যমে গুঞ্জন উঠেছে যে, ফ্রান্সের হয়ে আর মাঠে নামতে চান না এমবাপ্পে।
গত বৃহস্পতিবার (৭ নভেম্বর) উয়েফা নেশনস লিগে ইসরাইল ও ইতালির বিপক্ষে ম্যাচের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করেন কোচ দিদিয়ের দেশম, যেখানে এমবাপ্পের জায়গা হয়নি। এই পরিস্থিতিতে ফরাসি সমর্থকরা মনে করছেন, কোচ দেশম ও এমবাপ্পের মধ্যে টানাপড়েনই এর কারণ।
ফরাসি সাংবাদিক রোমান মলিনা এই বিষয়ে জানিয়েছেন, দেশমের সঙ্গে সম্পর্কের অবনতির কারণে এমবাপ্পে ফ্রান্সের হয়ে খেলার ইচ্ছা কমে গেছে। মলিনা এই সম্পর্ককে ‘খিটখিটে’ বলে বর্ণনা করেছেন। দেশমও ইঙ্গিত দেন যে, এমবাপ্পের সঙ্গে তার কিছু বিষয়ে মতপার্থক্য রয়েছে।
এদিকে, এমবাপ্পের মা ও এজেন্ট ফাইজা লামারি ফরাসি মিডিয়ার সমালোচনা করেছেন। তিনি মনে করেন, গণমাধ্যম এমবাপ্পেকে নেতিবাচকভাবে উপস্থাপন করছে এবং তার সম্মানহানি করছে। লামারি এই পরিস্থিতিকে ‘আমরা বনাম বিশ্ব’ হিসেবে উল্লেখ করেছেন।
নিউজটি শেয়ার করুন