সিরাজগঞ্জে কাটাখালি নদী সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
- আপডেট সময় : ০২:৩৩:০৪ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪ ১১ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জ শহরের মধ্য দিয়ে প্রবাহিত কাটাখালি নদী সংস্কারের দাবিতে সোমবার (১১ নভেম্বর) বেলা ১১টায় টুকু ব্রিজ এলাকায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা।
জাহান আরা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের আয়োজনে এই মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। মানববন্ধনে বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক সরকার সানোয়ার হোসেন, ছাত্র সমন্বয়ক মেহেদী হাসানসহ সুধী সমাজের প্রতিনিধিরা।
বক্তারা বলেন, কাটাখালি নদী সংস্কারের নামে পূর্বের সরকার বিপুল অর্থ ব্যয় করলেও কার্যত কাজ হয়নি। নদীটি দখল ও দূষণের শিকার, যা একটি আধুনিক শহরের পরিবেশের সঙ্গে বেমানান। তারা বলেন, কাটাখালি নদীকে সংস্কার করে দখলমুক্ত, দূষণমুক্ত করে সুশৃঙ্খলভাবে উন্নত করতে হবে। বক্তারা অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়ে বৃহত্তর কর্মসূচির হুঁশিয়ারি দেন।
উল্লেখ্য, কাটাখালি একসময় শহরের ব্যস্ত নৌপথ ছিল, যেখানে লঞ্চ ও বড় নৌকা চলাচল করত। তবে আশির দশকে মাছ চাষের জন্য নদীতে ঘের দেয়ার পর থেকেই নৌযান চলাচল বন্ধ হয়ে যায়। বর্তমানে খালটি দূষণ ও ময়লায় পরিপূর্ণ হয়ে পরিবেশ দূষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। বক্তারা বলেন, যথাযথভাবে পরিষ্কার ও সংস্কার করা হলে কাটাখালি তার ঐতিহ্য পুনরুদ্ধার করতে পারবে।