রাজবাড়ীতে তিন প্রতিষ্ঠানকে জরিমানা
আবু সাঈদ, বিশেষ প্রতিনিধিঃ
- আপডেট সময় :
০১:২৭:৫১ অপরাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪
১৮
বার পড়া হয়েছে
Oplus_131072
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ
(Google News) ফিডটি
রাজবাড়ী শহরের বড় বাজারে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে তিন প্রতিষ্ঠানকে জরিমানা করেছে।
শনিবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত বিশেষ টাস্কফোর্সের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক এবং বিশেষ টাস্কফোর্স কমিটির সদস্য সচিব কাজী রকিবুল হাসান। এ সময় সহায়তা করেন জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক সূর্য্য কুমার প্রামাণিক, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ উমর ফারুখ, সহকারী উপ-পরিদর্শক মোঃ মোস্তাফিজুর রহমান এবং শিক্ষার্থী প্রতিনিধি শীতল গাজী।
জেলা ভোক্তা অধিদপ্তর সূত্রে জানা যায়, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজার পরিস্থিতি ও সরবরাহ চেইন তদারকির জন্য গঠিত টাস্কফোর্সের সহায়তায় বড় বাজারে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ ও প্রদর্শনের অভিযোগে পালপট্টি এলাকার মোসার্স হক কৃষি ভান্ডারকে ১২ হাজার টাকা, মেসার্স মোসলেম স্টোরকে দুই হাজার টাকা এবং পণ্যের মোড়ক যথাযথভাবে ব্যবহার না করার কারণে মেসার্স সজিব স্টোরকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।
কাজী রকিবুল হাসান জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই অভিযান চালানো হয় এবং তিনটি প্রতিষ্ঠানকে মোট ১৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া, সচেতনামূলক প্রচারপত্র বিতরণ করে ব্যবসায়ীদের নিয়ম মেনে ব্যবসা পরিচালনার নির্দেশনা দেওয়া হয়।
নিউজটি শেয়ার করুন