সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
- আপডেট সময় : ০২:৩৫:১০ অপরাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪ ১৬ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জ সদর উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর দাঁড়ানো একটি মিক্সার মেশিনের সাথে ধাক্কা লেগে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
সোমবার (১১ নভেম্বর) রাতে সদর উপজেলার বাগবাটী ইউনিয়নের সিরাজগঞ্জ-কাজিপুর আঞ্চলিক সড়কের হরিণা পিপুলবাড়িয়া বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
সিরাজগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির মঙ্গলবার (১২ নভেম্বর) সকালে এই তথ্য নিশ্চিত করেন। নিহতদের মধ্যে একজন কলেজ ছাত্র আব্দুল হাকিম (২০), তিনি বাগবাটী ইউনিয়নের দত্তবাড়ি গ্রামের বেলাল হোসেনের ছেলে। অপরজন, মুদি দোকান ব্যবসায়ী সৌরভ আলী (৪২), হরিণা গ্রামের তোজাম উদ্দিনের ছেলে।
স্থানীয়দের মতে, রাতে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর সময় তারা পিপুলবাড়িয়া বাজারের কাছে এসে নিয়ন্ত্রণ হারান এবং রাস্তায় থাকা মিক্সার মেশিনের সাথে ধাক্কা খান। দুর্ঘটনার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ওসি হুমায়ুন কবির জানান, রাস্তার কাজের জন্য মিক্সার মেশিনটি আগে থেকেই রাস্তার ওপর দাঁড়ানো ছিল। নিয়ন্ত্রণ হারিয়ে সেটির সাথে ধাক্কা লাগায় আরোহী দুজন গুরুতর আহত হন। পরে তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।