ব্যাংক ম্যানেজারকে মারধর করে ভল্টের চাবি ছিনতাই
- আপডেট সময় : ১১:২০:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪ ৮ বার পড়া হয়েছে
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কৃষি ব্যাংকের সোহাগী বাজার শাখার ম্যানেজার মোহাম্মদ মাহাবুবুর রহমানকে মারধর করে ব্যাংকের ভল্টের চাবি ছিনতাই করেছে একদল যুবক। এ ঘটনা ঘটেছে বুধবার সন্ধ্যায় গৌরীপুর উপজেলার ভবানীপুর এলাকায়। ব্যাংক ম্যানেজার বাদী হয়ে গৌরীপুর থানায় একটি এজাহার দায়ের করেছেন।
ব্যাংক ম্যানেজার মোহাম্মদ মাহাবুবুর রহমান জানান, প্রতিদিনের মতো বুধবার সন্ধ্যায় ব্যাংকের কাজ শেষে বাড়ি ফেরার পথে ভবানীপুর এলাকায় পাঁচজনের একটি সংঘবদ্ধ দল তাঁর পথরোধ করে। এ সময় তাঁকে মারধর করে তাঁর সঙ্গে থাকা ভল্টের চাবি ও অন্যান্য সামগ্রী ছিনিয়ে নেয়।
মারধরের সময় ম্যানেজার দুই যুবককে চিনতে পারেন বলে এজহারে উল্লেখ করেন। তারা হলেন সোহাগী ইউনিয়নের দড়িবড়ভাগ গ্রামের সাদেক মিয়ার ছেলে নাহিদ হাসান রাসেল (২৪) এবং দরিবড়ভাগ গ্রামের বাচ্চু মিয়ার ছেলে আজিজুল হক (২২)। জানা গেছে, কিছুদিন আগে এ দুই যুবক ব্যাংক থেকে ঋণের জন্য আবেদন করেছিলেন, যা মঞ্জুর না হওয়ায় ক্ষিপ্ত হয়ে তাঁকে হুমকি দেন।
বাংলাদেশ কৃষি ব্যাংক ময়মনসিংহ উত্তর জেলা শাখার ডিজিএম মো. কামরুল হাসান ঘটনাস্থল পরিদর্শন করেন।
গৌরিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর্জা মাজহারুল আনোয়ার জানান, ব্যাংক ম্যানেজার বাদী হয়ে দুইজনের নামসহ অজ্ঞাতনামা তিনজনকে আসামি করে একটি এজাহার দায়ের করেছেন।
ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ওবায়দুর রহমান বলেন, “ব্যাংক লকারের চাবি ছিনতাইয়ের খবর পেয়ে সঙ্গে সঙ্গেই পুলিশ মোতায়েন করা হয়। স্থানীয় নেতৃবৃন্দের সহায়তায় অভিযুক্তদের কাছ থেকে ছিনতাইকৃত চাবি ও ম্যানেজারের ব্যাগ উদ্ধার করা হয়েছে।”