গোয়ালন্দের শফিক সহ বিএনপিপন্থী ৬৬ আইনজীবীকে মামলা থেকে অব্যাহতি
- আপডেট সময় : ০৫:০৩:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪ ১৭ বার পড়া হয়েছে
পুলিশের ওপর হামলার অভিযোগে দায়ের করা মামলায় বিএনপির যুগ্ম-মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও রাজবাড়ীর গোয়ালন্দের সন্তান এ্যাড. শফিকুল ইসলাম শফিক সহ ৬৬ জন আইনজীবীকে অব্যাহতি দিয়েছে আদালত। পুলিশের চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে গত ৩ নভেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইমরার আহম্মেদ এই অব্যাহতি প্রদান করেন। বুধবার আদালতের কোতয়ালী থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই আল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন (খবর বাসস)।
২০২৩ সালের ১২ সেপ্টেম্বর রাতে রাজধানীর কোতয়ালী থানায় পুলিশ উপ-পরিদর্শক মো. শাহাবুদ্দিন হাওলাদার এই মামলাটি দায়ের করেন। তদন্ত শেষে চলতি বছরের ১০ অক্টোবর কোতয়ালী থানার এসআই মোহাম্মদ ওয়ালী উল্লাহ সাক্ষ্য-প্রমাণের অভাবে অব্যাহতির আবেদনসহ চূড়ান্ত প্রতিবেদন জমা দেন। শুনানি শেষে আদালত ৩ নভেম্বর আসামিদের অব্যাহতি প্রদান করে।
মামলা থেকে অব্যাহতি পাওয়া অন্যান্য আইনজীবীদের মধ্যে রয়েছেন বিএনপির আইনবিষয়ক সম্পাদক কায়সার কামাল, রুহুল কুদ্দুস কাজল, মো. ওমর ফারুক, আব্দুল খালেক মিলন, খোরশেদ আলম মিয়া, কামরুল ইসলাম সজল, এবং আরও অনেকে।