নোয়াখালীতে খাল দখল নিয়ে দ্বন্দ্বে যুবদল নেতা ছুরিকাঘাতে নিহত
- আপডেট সময় : ০৫:০৮:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪ ১২ বার পড়া হয়েছে
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় খাল দখল ও মাছ ধরাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে মো. ইউনুস আলী ওরফে এরশাদ (৪০) নামে এক যুবদল নেতা নিহত হয়েছেন। তিনি চরফকিরা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি প্রার্থী ছিলেন এবং ছাত্রদলের সাবেক সভাপতি।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাতে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম নেওয়ার পথে ফেনীতে তিনি মারা যান। একই দিন সকাল সাড়ে ১০টায় উপজেলার চরফকিরা ইউনিয়নের গুচ্ছ গ্রাম ঘাটে এ ঘটনা ঘটে।
কোম্পানীগঞ্জ থানার ওসি গাজী মুহাম্মদ ফৌজুল আজিম জানান, ঘটনার পর পুলিশ আসামিদের গ্রেপ্তারে চেষ্টা করছে।
নিহতের ভগ্নিপতি মো. জয়নাল আবেদীন আলমগীর জানান, মুছাপুর ইউনিয়নের চেয়ারম্যান আইয়ুব আলীর মাধ্যমে খাল ইজারা নেওয়া হয়। কিন্তু বুধবার বিকেলে স্থানীয় বিএনপি নেতাদের নির্দেশে কিছু লোক তাদের মাছ ধরার জাল কেটে ফেলে খাল দখল করে। পরদিন সকালে আলমগীর ও তার পরিবারের সদস্যরা জাল কাটা নিয়ে কথা বলতে গেলে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা ঘটে, যা হাতাহাতিতে রূপ নেয়। এরই একপর্যায়ে স্থানীয় নেজাম ও তার সহযোগীরা এরশাদকে ছুরিকাঘাত করে আহত করে।
গুরুতর আহত অবস্থায় প্রথমে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে চট্টগ্রামে নেওয়ার পথে তিনি মারা যান।
অভিযোগ বিষয়ে জানতে চাইলে মুছাপুর ইউনিয়ন বিএনপি সভাপতি মো. শাহজাহান অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি এবং তার ভাই বাবর এ ঘটনায় জড়িত নন এবং এটি রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ।
ওসি ফৌজুল আজিম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং লিখিত অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।