কালুখালীতে কৃষকদের মাঝে উন্নত জাতের পেঁয়াজের বীজ বিতরণ
- আপডেট সময় : ০৩:০২:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪ ৪৫ বার পড়া হয়েছে
রাজবাড়ীর কালুখালী উপজেলায় পেঁয়াজের উৎপাদন বৃদ্ধি লক্ষ্যে ৮০০ কৃষকের মাঝে বিনামূল্যে উন্নত জাতের পেঁয়াজের বীজ বিতরণ করা হয়েছে। এ উদ্যোগ গ্রহণ করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
বৃহস্পতিবার দুপুরে এক আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে বীজ বিতরণ করা হয়। কালুখালী উপজেলা কৃষি কর্মকর্তা পূর্ণিমা রাণী হালদার এবং কৃষি সম্প্রসারণ অফিসার নাঈমুর রহমান জানিয়েছেন, এ বছর উপজেলায় পেঁয়াজ চাষের লক্ষ্যমাত্রা আগের বছরের তুলনায় বৃদ্ধি করা হয়েছে। মুড়িকাটা পেঁয়াজ ১৩৮০ হেক্টর, হালি পেঁয়াজ ৮১৪২ হেক্টর, দানা পেঁয়াজ ৩৫ হেক্টর। মোট: ৯৫৫৭ হেক্টর জমিতে ১,৩৫,২৩৫ মেট্রিক টন পেঁয়াজ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
কৃষি বিভাগের কর্মকর্তারা আশা করছেন, তাদের কার্যকরী সহযোগিতা এবং উন্নত বীজ বিতরণ কৃষকদের পেঁয়াজ চাষে বিশেষ ভূমিকা রাখবে। এর ফলে উপজেলায় পেঁয়াজের উৎপাদন উল্লেখযোগ্য হারে বাড়বে।