দুর্নীতি প্রতিরোধে ব্যক্তিস্বার্থ ত্যাগের মানসিকতা লালন করতে হবে: অধ্যাপক জিল্লুর রহমান
- আপডেট সময় : ০৭:২৯:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪ ৭ বার পড়া হয়েছে
সিলেটের ঢাকা দক্ষিণ ডিগ্রি কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ অধ্যাপক জিল্লুর রহমান বলেছেন, “সুশিক্ষা নিশ্চিত করতে এবং দেশ থেকে দুর্নীতি প্রতিরোধে প্রত্যেক সচেতন নাগরিককে ব্যক্তিস্বার্থ ত্যাগের মানসিকতা লালন করতে হবে। দুর্নীতি প্রশ্রয় দেওয়ার মতো কোনো সুযোগ মেনে নেওয়া উচিত নয়।”
তিনি আরও বলেন, দেশের প্রকৃত অনলাইন ব্যবস্থা এখনও পুরোপুরি গড়ে ওঠেনি। “অনলাইনে আবেদন করার পরও সংশ্লিষ্ট দপ্তরে গিয়ে ধর্না দিতে হয়। এটি একটি বড় চ্যালেঞ্জ, যা দ্রুত সমাধান হওয়া উচিত,” উল্লেখ করেন তিনি।
অধ্যাপক জিল্লুর রহমান এসব কথা বলেন শুক্রবার (১৫ নভেম্বর) সিলেট নগরীর একটি রেস্তোরাঁয় তার সম্মানে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে। অনুষ্ঠানের আয়োজন করে সিলেট শহরস্থ গোয়াইনঘাটবাসী সংগঠন।
সংগঠনের সদস্য সচিব আশরাফুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, একে নিউজ মিডিয়ার চেয়ারম্যান আনোয়ার হোসাইন হাজী মদরিছ আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোক্তার আহমেদ বালাগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক তজম্মুল আলী সিওমেক-এর প্রশাসনিক কর্মকর্তা মানিক মিয়া সিলেট জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের নজরুল ইসলাম মোগলাবাজার ডাকঘরের পোস্টমাস্টার নাসির উদ্দিন ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা ইসমাইল আলী ইঞ্জিনিয়ার আহমেদ সালমান গোয়াইনঘাট প্রবাসী কমিউনিটির নেতা জাহেদ আহমদ সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা অধ্যাপক জিল্লুর রহমানের নেতৃত্বে ঢাকা দক্ষিণ ডিগ্রি কলেজে শিক্ষার মানোন্নয়ন এবং সুশাসন প্রতিষ্ঠার আশাবাদ ব্যক্ত করেন। তারা দুর্নীতিমুক্ত প্রশাসন এবং শিক্ষাক্ষেত্রে নৈতিকতার গুরুত্বের ওপরও জোর দেন।