পিরোজপুরে বাছাইকৃত ইমাম ও খতিবদের নিয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত
- আপডেট সময় : ১২:৩৫:৩২ অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪ ১০ বার পড়া হয়েছে
পিরোজপুরের আল্লামা সাঈদী ফাউন্ডেশন মিলনায়তনে শনিবার (১৬ নভেম্বর) সকাল ৯টায় বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির উদ্যোগে ইমাম ও খতিবদের নিয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সভাপতিত্ব করেন জাতীয় ইমাম সমিতির জেলা শাখার সভাপতি মুফতি মাওলানা আব্দুল হালিম, এবং সঞ্চালনা করেন সমিতির জেলার সাধারণ সম্পাদক মাওলানা জাকির হোসাইন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা পুলিশ সুপার খান মো. আবু নাছের। তিনি বলেন, অতীতে আলেমদের উপর বিভিন্ন ধরনের জুলুম হয়েছে এবং তাদের কথা বলার সুযোগ দেওয়া হয়নি। বর্তমান প্রশাসন এই ধরনের অনিয়ম আর বরদাশত করবে না। কোনো ইমাম বা খতিবের বিরুদ্ধে মিথ্যা মামলা থাকলে তা বাতিলের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সমাজ থেকে ইভটিজিং, কিশোর গ্যাং, এবং মাদক নির্মূলে ইমামদের সহযোগিতা চাওয়া হয়।
তিনি আরও বলেন, জেলার ১২ লাখ মানুষের সহযোগিতা পেলে পিরোজপুরকে একটি আধুনিক এবং সুন্দর জেলা হিসেবে গড়ে তোলা সম্ভব। এসময় তিনি উপস্থিতদের সঙ্গে সরাসরি যোগাযোগের জন্য নিজের মোবাইল নম্বর শেয়ার করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. সাখাওয়াত হোসেন পিরোজপুর ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মুহাম্মদ মনিরুজ্জামান জাতীয় ইমাম সমিতির জেলা শাখার প্রধান উপদেষ্টা অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ কর্মশালায় আরও বক্তব্য রাখেন, জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় সহ-সভাপতি আলহাজ্ব মাও. এম এ আব্দুল হান্নান কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাও. ডাঃ এম এ সালাম বরিশাল মহানগর ইমাম সমিতির সভাপতি মাওলানা আব্দুল্লাহ আল-মামুন ঝালকাঠি জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা আব্দুল হাই নিজামী মুফতি আব্দুল হালিম সমাপনী বক্তব্য দেন এবং কর্মশালা শেষে পিরোজপুর জেলা সহ-সভাপতি মাওলানা মতিন ফারুকী দোয়া মোনাজাত পরিচালনা করেন।