ব্যবসায়ীর নির্মাণাধীন দোকানের দেয়াল ভেঙে দিল দুর্বৃত্তরা
- আপডেট সময় : ০১:১৭:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪ ১৪ বার পড়া হয়েছে
ভোলার চরফ্যাশনে রাতে দুর্বৃত্তরা একটি ব্যবসায়ীর নির্মাণাধীন আধাপাকা দোকান ঘরের দেয়াল ভেঙে দিয়েছে।
শুক্রবার রাতে দক্ষিণ আইচা থানা সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ব্যবসায়ী সাইফুল হাওলাদার এ ঘটনায় রাতেই দক্ষিণ আইচা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
ব্যবসায়ী সাইফুল হাওলাদার জানান, তিনি তার পৈত্রিক এবং ক্রয় করা ১২ শতাংশ জমিতে আধাপাকা টিনসেট দোকান ঘর নির্মাণ করছিলেন। নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে পৌঁছালে স্থানীয় তিন যুবক সেলিম, রাকিব এবং আসাদ ঘর নির্মাণে বাধা দিয়ে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন।
সাইফুল আরও জানান, শুক্রবার বিকালে তিনি কাজের জন্য চর কুকরী-মুকরী গেলে তার অনুপস্থিতির সুযোগে ওই যুবকরা বহিরাগত লোকজন নিয়ে এসে তার নির্মাণাধীন দোকান ঘরের দেয়াল ভেঙে ফেলে। ঘটনার খবর পেয়ে স্থানীয় ব্যবসায়ীরা ঘটনাস্থলে জড়ো হলে অভিযুক্তরা পালিয়ে যায়।
দক্ষিণ আইচা থানার ওসি মোহাম্মদ এরশাদুল হক ভূঁইয়া জানান, ভুক্তভোগীর জিডির ভিত্তিতে ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় অভিযুক্ত তিন যুবকের বক্তব্য পাওয়া যায়নি, কারণ তারা ঘটনার পর থেকেই আত্মগোপনে রয়েছে।