রাজবাড়ীতে চার সন্তানের জননীর ঝু*ল*ন্ত ম*র*দে*হ উদ্ধার
- আপডেট সময় : ০২:২৫:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪ ১১ বার পড়া হয়েছে
রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের কাচারীপাড়া গ্রামে আলিফা খাতুন (৩৫) নামে চার সন্তানের জননীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত আলিফা একই গ্রামের মোঃ নিজাম উদ্দিনের প্রথম স্ত্রী। শুক্রবার গভীর রাতে ঘটনাটি ঘটে বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, আলিফা খাতুন দীর্ঘদিন ধরে তার কনিষ্ঠ পুত্রকে নিয়ে বাবার বাড়িতে থাকতেন, অন্য তিন সন্তান পিতার কাছে থাকতেন। তার স্বামী নাজিম উদ্দিন দ্বিতীয় বিবাহ করে ঢাকায় বসবাস করছিলেন। স্বামীর দ্বিতীয় বিয়ের পর থেকেই আলিফার দাম্পত্য জীবনে অশান্তি দেখা দেয়। এর আগেও তাদের সম্পর্কের টানাপোড়েন মেটাতে স্থানীয়ভাবে কয়েকবার সালিশি বৈঠক হয়।
নিহতের বোন শাপলা খাতুন অভিযোগ করে বলেন, “আমার বোনকে স্বামীর বাড়ির লোকজন হত্যা করে গাছের সাথে ঝুলিয়ে রেখেছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই।”
নিহতের পিতা সালাম শেখ বলেন, “আমার মেয়ে আত্মহত্যা করতে পারে না। তাকে হত্যা করা হয়েছে। আমি থানায় মামলা করব।”
নিহতের বড় ছেলে আরিফুল ইসলাম জানান, “মা নানা বাড়িতে থাকতেন। গতরাত ১টার দিকে আমাদের ঘরের পেছনে টিউবওয়েলের পাশে আমগাছে ঝুলন্ত অবস্থায় স্থানীয়রা তাকে দেখতে পায়। চিৎকার শুনে গিয়ে দেখি গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঝুলে আছেন।”
পাংশা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রাজীব বলেন, “শুক্রবার রাতের কোনো একসময় ঘটনাটি ঘটেছে। শনিবার সকালে মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে এবং ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে পরবর্তী ব্যাবস্থা নেওয়া হবে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা।”